এই গ্রামের সদস্যা রেহেনা বিবি, স্বামী মেহের আলি শেখ, মেহের আলি শেখের দাদা রমজান আলি শেখ দিনের পর দিন বাংলা আবাস যোজনা প্রকল্পের পাওয়া টাকা থেকে প্রতি আবাস যোজনা পিছু কুড়ি- ত্রিশ হাজার টাকা করে করে নিয়ে নিয়েছেন। তারা আরও উল্লেখ করেন , একশো দিনের কাজে তাদের পরিবারের কেউ সামিল না হয়েও বহু ব্যক্তির জব কার্ডের লক্ষাধিক টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেছে ।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! দামোদরে ঘুরতে এসে নদীর জলে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র
আর এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নানারকমভাবে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। ফলে আতঙ্কিত তাঁরা। কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের সদস্যা রেহেনা বিবির স্বামী মেহের আলী বলেন, পঞ্চায়েতে অনেক উন্নয়ন করা হয়েছে। তবে এসব কেন অভিযোগ তোলা হচ্ছে জানা নেই। এসব মিথ্যা অভিযোগ ষড়যন্ত্র করা হচ্ছে । আর এক অভিযুক্ত রমজান আলী শেখ এদিন বাড়িতে ছিলেন না।
Malobika Biswas