TRENDING:

Purba Bardhaman: সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ-এর অভিযোগ কালনায়

Last Updated:

সরকারি আবাস যোজনা প্রকল্প ও একশো দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রমজান আলী শেখ , কৃষ্ণদেবপুর পঞ্চায়েতে এক পঞ্চায়েত সদস্যা রেহেনা বিবি ও তাঁর স্বামী মেহের আলীর বিরুদ্ধে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : সরকারি আবাস যোজনা প্রকল্প ও একশো দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রমজান আলী শেখ , কৃষ্ণদেবপুর পঞ্চায়েতে এক পঞ্চায়েত সদস্যা রেহেনা বিবি ও তাঁর স্বামী মেহের আলীর বিরুদ্ধে। এ নিয়ে কালনা মহকুমাশাসক, বিডিও অফিস ও কালনা থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়। উত্তেজিত স্থানীয় মানুষজন। মহকুমা শাসক, কালনা এক বিডিও অফিস ও থানায় দায়ের করা অভিযোগে অভিযোগকারীরা উল্লেখ করেন , তাঁরা বিজয়নগর গ্রামের বাসিন্দা।
advertisement

এই গ্রামের সদস্যা রেহেনা বিবি, স্বামী মেহের আলি শেখ, মেহের আলি শেখের দাদা রমজান আলি শেখ দিনের পর দিন বাংলা আবাস যোজনা প্রকল্পের পাওয়া টাকা থেকে প্রতি আবাস যোজনা পিছু কুড়ি- ত্রিশ হাজার টাকা করে করে নিয়ে নিয়েছেন। তারা আরও উল্লেখ করেন , একশো দিনের কাজে তাদের পরিবারের কেউ সামিল না হয়েও বহু ব্যক্তির জব কার্ডের লক্ষাধিক টাকা দুর্নীতি করে আত্মসাৎ করেছে ।

advertisement

আরও পড়ুনঃ মর্মান্তিক! দামোদরে ঘুরতে এসে নদীর জলে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র

আর এই ঘটনার প্রতিবাদ করতে গেলে নানারকমভাবে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। ফলে আতঙ্কিত তাঁরা। কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের সদস্যা রেহেনা বিবির স্বামী মেহের আলী বলেন, পঞ্চায়েতে অনেক উন্নয়ন করা হয়েছে। তবে এসব কেন অভিযোগ তোলা হচ্ছে জানা নেই। এসব মিথ্যা অভিযোগ ষড়যন্ত্র করা হচ্ছে । আর এক অভিযুক্ত রমজান আলী শেখ এদিন বাড়িতে ছিলেন না।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ-এর অভিযোগ কালনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল