#পূর্ব বর্ধমান : ঘুরতে এসে দামোদরের জলে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পাশ ছাত্র সৌরশুভ্র সাঁই। এবছর সে বিবেকানন্দ একাডেমী থেকে উচ্চমাধ্যমিক পাশ করে। গতকাল বিকেলে ৮ জন বন্ধু মিলে দামোদরে ঘুরতে আসে। সেখানে তারা দামোদরে জলে নামলেনদীর জলে পড়ে তলিয়ে যায় কালনা গেট জামতলা এলাকার ১৭ বছরের সৌরশুভ্র সাঁই। বন্ধুদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজে হাত লাগান তারা। খন্ডঘোষ ব্লকের গৈতানপুর দামোদর নদে ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকেই উদ্ধার কাজে নামে খন্ডঘোষ থানার পুলিশ। উদ্ধার কাজে নামানো হয় অসামরিক প্রতিরোধ ব্যবস্থা বাহিনীকে। পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত দামোদরের জলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা যায়নি সৌরশুভ্র সাঁইকে। অবশেষে শনিবার দুপুরে উদ্ধার হল দেহ। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল প্রায় ৮ জন ছেলে দামোদরে ঘুরতে এসে নদীর জলে নামে।
আরও পড়ুনঃ উচ্ছেদ স্থগিত, আপাতত স্বস্তি হকার্সদেরএরপর একজন জলে তলিয়ে যায়। বাকী বন্ধুদের চিৎকার শুনে কয়েকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘক্ষণ খোঁজার পর উদ্ধার হয়ছে দেহ। ঘটনায় শোকের ছায়া এলাকায় । সৌরশুভ্র সাঁই এর বাবা উত্তম কুমার সাঁই বলেন গতকাল সৌরশুভ্র সাঁই ও তার আরও বন্ধু সহ মোট আট জন নদীতে ঘুরতে আসে সেখানে নদীর জলে তলিয়ে যায়। অপর এক বন্ধু তার বাবাকে ফোনে জানায় ওই বন্ধুর বাবার সঙ্গে নদীতে এসে দেখেন এই অবস্থা।
Malobika Biswasনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Purba bardhaman