প্রতিযোগিতাটি হয় চুঁচুড়া ওয়েস্টার্স এবং নর্দান গ্রাউন্ডে। ৩০ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিল। সেখানেই পূর্ব বর্ধমান জেলার ইন্দিরা তৃতীয় স্থান অধিকার করেছে। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে এবং প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা থেকেও প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। গত ১৩ নভেম্বর ট্রিপিল জাম্প প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন ইন্দিরা। স্থানাধিকার করায় ইন্দিরা মানপত্র ও ব্রোঞ্জ পেয়েছেন। মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এই ইন্দিরা বিশ্বাস।
advertisement
আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক
নিত্যদিন সংসারিক কাজকর্ম সেরে যে টুকু সময় পান সেটুকু সময়ই নিজের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শেখেননি তিনি। সকাল বিকাল মাঠে গিয়ে নিজেই দৌড়ঝাপ প্রতিদিন। এভাবেই নিজের মনের ইচ্ছে থেকে ইন্দিরা প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। সেখানে সফলতাও পেলেন তিনি। পরিবারের সকলেই এ বিষয়ে তাকে সাহায্য করেছে বলে জানান তিনি। পাশাপাশি ইন্দিরা বলেন , এভাবেই যদি বাড়ির বউরা এগিয়ে এসে কিছু করার চেষ্টা করে তার মতো অনেকেই পারবেন জীবনে সফল হতে।
Malobika Biswas