গত ১২-১৬ জুলাই অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জে এম আর স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় মাস্টার পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সর্বভারতীয় স্তরের এই ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অংশ নিয়েছিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার তিন ক্রীড়াবিদ অসীম কুমার দত্ত, জগন্নাথ ভক্ত ও অনাদি গোপাল দাস। পশ্চিমবঙ্গ সহ মোট ১৮ টি রাজ্যের ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সেখানেই মাস্টার-থ্রি ক্যাটেগরিতে ৬৯ বছর বয়সী অনাদি গোপাল দাস ১৮৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক লাভ করেন।
advertisement
আরও পড়ুন: টেবিল টেনিস খেলোয়ার মান্তু ঘোষের জীবনী নিয়ে গানের অ্যালবাম
বার্ধক্যে এসে এমন এক সাড়া জাগানো সাফল্য পেয়ে খুশি অনাদিবাবু নিজেই। এই প্রসঙ্গে তিনি বলেন, গত দু’বছর ধরে আমি ভারোত্তোলন প্র্যাকটিস করছি। জীবনের লক্ষ্যই ছিল খেলাধুলো করে কোন একটা বড় প্রতিযোগিতায় সাফল্য পাওয়া। সেটা শেষ পর্যন্ত সত্যিই হওয়ায় আমি অত্যন্ত খুশি।
জেলার ক্রীড়াবিদের এই সাফল্যে হাসি ফুটেছে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাসের মুখে। তিনি বলেন, অন্ধপ্রদেশে যে সর্বভারতীয় মাস্টার ক্লাসিক পাওয়ার লিফটিং প্রতিযোগীতা হয়েছিল তাতে আমাদের মুখ উজ্জ্বল করেছেন অনাদি গোপাল দাস। পাশাপাশি জগন্নাথ ভক্ত ও অসীম দত্ত এই দু’জন প্রতিযোগীও যথেষ্ট ভাল ফল করেছেন। পরিশ্রম করলে যে পদক আনা যায় সেটা অনাদিবাবু আরও একবার প্রমাণ করে দিলেন।
সর্বভারতীয় স্তরে এই সাফল্যের জন্য কাটোয়া পুরসভার পক্ষ থেকে অনাদি গোপাল দাস সহ বাকি দুই ক্রীড়াবিদকেও সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তাঁদের সংবর্ধিত করে কাটোয়ার আপনজন ক্লাব এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশন’ও। ওই অনুষ্ঠানে কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা বলেন, আমার খুবই ভাল লাগছে। অনাদিবাবুর হাত ধরে দেশে কাটোয়ার নাম উজ্জ্বল হল। এটা খুবই আনন্দের বিষয়।