Siliguri News: টেবিল টেনিস খেলোয়ার মান্তু ঘোষের জীবনী নিয়ে গানের অ্যালবাম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
দু'বারের জাতীয় চ্যাম্পিয়ন, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষের জীবনী নিয়ে গানের অ্যালবাম প্রকাশিত হল শিলিগুড়িতে
শিলিগুড়ি: প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষের জীবনীর ওপর ভিত্তি করে প্রকাশিত হল গানের অ্যালবাম। তাঁর হাত ধরেই টেবিল টেনিসের আলো ছড়িয়ে পড়েছিল শিলিগুড়িতে। নতুন প্রজন্মের খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ।
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই অ্যালবাম প্রকাশ করেন মেয়র গৌতম দেব। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বিজয়িনী’। এতে গানের পাশাপাশি মান্তুকে নিয়ে ভুবনের লেখা কবিতাও আছে। অ্যালবামের তিনটি গানের দুটি বাংলায় ও একটি ইংরেজিতে। মান্তু ঘোষের জীবনের সফলতা, খেলোয়াড় হিসেবে তাঁর লড়াইকে এই গানগুলোতে তুলে ধরা হয়েছে। আয়োজকদের আশা এর ফলে শিলিগুড়ির বর্তমান প্রজন্ম আবার খেলাধুলোয় আকৃষ্ট হবে।
advertisement
advertisement
প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায় এই অ্যালবামের উদ্যোক্তা। এর আগে শচীন তেন্ডুলকর, বাংলার প্রবাদপ্রতিম ফুটবলারদের নিয়ে গানের অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। তবে এই প্রথম কোনও টেবিল টেনিস প্লেয়ারকে নিয়ে গানের অ্যালবাম করলেন ভুবনবাবু।
উল্লেখ্য, মান্তু ঘোষ ভারতীয় টেবিল টেনিসের দুনিয়ায় এক বড় নাম তিনি দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন। বর্তমানে ভারতের মহিলা টেবিল টেনিস দলের প্রশিক্ষক এবং ক্রীড়া প্রশাসকের যৌথ ভূমিকা পালন করে চলেছেন। ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়ে লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পান। ২০০২ সালে তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এই অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে এসে মান্তু ঘোষ বলেন, জানি না আমি এই সম্মানের যোগ্য কী না। ভুবন চট্টোপাধ্যায় আমার জীবনী নিয়ে গানের অ্যালবাম তৈরি করেছেন। তা এদিন প্রকাশ হল। এটা আমাকে আগামী দিনে পথ চলতে অনুপ্রাণিত করবে, আরও শক্তি জোগাবে। মেয়র গৌতম দেব বলেন, শিলিগুড়ির একজন খেলোয়াড়কে নিয়ে গানের অ্যালবাম প্রকাশ হচ্ছে এটা ভেবেই আমি আনন্দিত। এখানকার খেলোয়াড়রা ভাল পারফরম্যান্স করেও বারবার বঞ্চিত হয়। ঋদ্ধিমান, মান্তুরা বঞ্চিত হয়েছেন। তাই ভুবন চট্টোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 3:40 PM IST