TRENDING:

East Bardhaman News: শহরে গোণাগুণতি টোটো, চলবে দু’ শিফ্টে, নতুন নিয়ম প্রশাসনের

Last Updated:

টোটো চলকদের উপর তোলাবাজি চলবে না হুশিয়ারি পুলিশ সুপারের 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: বর্ধমানে টোটোর বেলাগাম বৃদ্ধি আটকাতে পুরসভা, জেলা পুলিশের বিশেষ পরিকল্পনা। টোটো ইউনিয়নগুলোর সঙ্গেও এব্যাপারে একাধিকবার আলোচনা করেছে প্রশাসন। উদ্দেশ্য, শহরে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের প্রতিদিনের হয়রানি বন্ধ করা। যানজট সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দেওয়া। আর এরইমধ্যে বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডে ক্যাম্প করে সমস্ত টোটোর মালিককে তাদের কাগজ জমা দেওয়ার জন্য বলা হয়েছিল।
advertisement

তারই ভিত্তিতে শহরের সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসন ও টোটো মালিকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় পুরসভার পক্ষ থেকে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিধায়ক, কাউন্সিলার ও টোটো চালকদের উপস্থিতিতে সভার আয়োজন করা হয়। সেই সভা থেকে প্রসাশনের তরফে জানিয়ে দেওয়া হয়, শহরে ৪ হাজার ১০০ টি টোটো চলবে। সেটাও দুটো শিফটে ভাগ করে দেওয়া হবে। পঞ্চায়েত থেকেও কোনও টোটো শহরে প্রবেশ করবে না। জরুরি প্রয়োজনে ছাড়া। এমনকি টোটোর কাছ থেকে কেউ এক টাকাও দাবি করতে পারবে না, কোনও জায়গায়। যদি কেউ টোটো চলাচলের জন্য টাকা দাবি করে তাহলে সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন সেই টোটো চালক।

advertisement

আরও পড়ুন West Bardhaman News: হিমালয়ের বুকে কঠিন উদ্ধার লড়াইয়ের অভিজ্ঞতা জানালেন অভিযাত্রী

জেলা পুলিশ সুপার কমনাশিস সেন রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, " কোন তোলাবাজি বরদাস্ত করা হবে না। কিসের জন্য তোলাবাজি দেবেন? সেটা স্টেশন এলাকাই হোক বা তেলিপুকুর। আমি দেখতে চাইছি বর্ধমান শহরে কে কত বড় গুন্ডা আছে।" পাশাপাশি তিনি আরও বলেন, " এরপর কেউ তোলাবাজি করলে আমার অফিসে এসে সরাসরি আমাকে বলবেন।"

advertisement

View More

উল্লেখ্য, শহরের রাস্তায় চলে এমন ৩ হাজার ৩০০ টোটো চালক যারা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা কিন্তু এখনও নিজেদের নামে টোটো নথিভুক্ত নেই, তাদেরকে আগামী ১০ থেকে ১৫দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করা কাগজ জমা করতে বলা হয়েছে। তারপর সেই সমস্ত কাগজ খতিয়ে দেখে তাদের টোটো গুলিকেও রেজিস্ট্রেশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হবে। রেল স্টেশন ও তেলিপুকুরে টোটো পিছু টাকা নেওয়া হয় বলে অভিযোগ উঠে এসেছে। আর এদিন প্রকাশ্য সভায় জেলা পুলিশ সুপারের এই বক্তব্যের পরই শহর জুড়ে জোর আলোড়ন ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। অবশেষে বর্ধমান শহরের রাস্তায় টোটোর কারণে যানজট সমস্যার সমাধান করতে চলেছে জেলা প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: শহরে গোণাগুণতি টোটো, চলবে দু’ শিফ্টে, নতুন নিয়ম প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল