আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
রতন ফুচকা স্টল, আগে রতনদা একাই এই ফুচকার দোকান চালাতেন, তবে এখন দোকান সামলানোর কাজে হাত লাগিয়েছেন রতনদার ছেলে। এছাড়াও সন্ধ্যের পর দোকানে যে হারে ভিড় হয় তাতে স্বাভাবিকভাবেই বেড়েছে কর্মচারীর সংখ্যা। বর্তমান শহরে এক ডাকে সকলে চেনে রতন ফুচকা স্টল, কে। ১০ পয়সার ঘুকনি দিয়েই শুরু হয়েছিল ব্যাবসা।
advertisement
সাধারণ ফুচকা, দই ফুচকা এই দুই ধরনের ফুচকা ছাড়াও বর্তমানে দই বড়া , পাপড়ি চাট বিক্রি হয় এই দোকানে। তবে রতন ফুচকা স্টলে ক্রেতারা আসেন ফুচকার টানেই।
আরও পড়ুন Cooch Behar News: শুকনো ডোবা ভাসল রক্তে! চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়!
এই ফুচকার দোকান চালিয়েই রতনদা এতদিন চালিয়েছেন সংসার, দিন যত গড়িয়েছে বেরেছে সংসারের ভার, ফলে ফুচকার দোকানের কাজে হাত লাগিয়েছে ছেলে। এখনও এই ফুচকার দোকান থেকেই যে আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার।
Malobika Biswas