TRENDING:

East Bardhaman News: বর্ধমান মহারাজার তৈরি প্রায় ২০০ বছরের পুরনো মন্দির! পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব

Last Updated:

এখানে প্রায় ২০০ বছর ধরে এই জন্মাষ্টমীর ব্রত এবং উৎসব পালন করা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: আজ গোটা রাজ‍্য জুড়ে পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমাদের রাজ‍্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গায় পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। সেরকমই প্রতি বছরের ন‍্যায় এবছরেও মহা ধুমধাম স হকারে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ২০০ বছরের প্রাচীন রাধা বল্লভ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মঅষ্টমী পালন হচ্ছে।
advertisement

এই মন্দির এবং জন্মাষ্টমী প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের এক পুরোহিত জানান , “এখানে প্রায় ২০০ বছর ধরে এই জন্মাষ্টমীর ব্রত এবং উৎসব পালন করা হচ্ছে । ১৭৪২ শকাব্দ এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জন্মাষ্টমী উৎসব শুরু হয় । তখন জন্মাষ্টমী উৎসব ছিল প্রধান উৎসব এবং আজও জন্মাষ্টমী এখানকার প্রধান উৎসব । প্রচুর লোক সমাবেত হয় এখানে । এ বছর জয়ন্তী যোগ পড়েছে। প্রভুর জন্মদিনে অষ্টমী তিথিও পড়েছে, রোহিনী নক্ষত্রও পড়েছে তাই অত্যন্ত শুভ যোগ আজ ।

advertisement

আরও পড়ুন: ফের তৃণমূলের দখলে ঝালদা পুরসভা! ঘাসফুলে ৪ কাউন্সিলর, ‘সর্বভূক রাজনীতি’ বলে কটাক্ষ করলেন অধীর

তৎকালীন সময়ে বর্ধমান রাজা এই রাধা বল্লভ মন্দির নির্মাণ করেছিলেন শ্রীকৃষ্ণ ও রাধার পুজো করার জন্য। আর সেই সময় থেকেই অর্থাৎ প্রায় ২০০ বছর ধরে মহা সমারোহে রাধা কৃষ্ণের জন্মঅষ্টমী পূজো পালিত হয়ে আসছে। সকাল থেকেই বহু ভক্তের সমাগম বর্ধমানের এই মন্দিরে। শহরের পাশপাশি দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই মন্দিরে পূজো দিতে ।

advertisement

View More

এই প্রসঙ্গে মন্দিরে পূজো দিতে আসা এক ভক্ত জানান, “সকাল থেকেই ঠাকুরেরই সব জোগাড় করছি, পুজো করবো । এই মন্দিরে এসেছি পুজো দিতে । খুবই পুরনো মন্দির প্রতিবছরই আমি এখানে পুজো দিতে আসি । খুবই ভালো লাগছে প্রভুর দর্শন পেয়ে আরো ভাল লাগছে।”

আরও পড়ুন: জন্মাষ্টমীতে কচুয়া ধামে বাবা লোকনাথের দরজায় হাজার হাজার ভক্তের সমাগম! রইল ভিডিও

advertisement

স্বাভাবিক ভাবেই এই জন্মাষ্টমীকে ঘিরে বহু মানুষ ভিড় করছেন এই মন্দিরে। একথায় জন্মাষ্টমীতে এই মন্দির কে ঘিরে মেতে উঠেছেন অনেকেই।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বর্ধমান মহারাজার তৈরি প্রায় ২০০ বছরের পুরনো মন্দির! পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল