Janmashtami 2023: জন্মাষ্টমীতে কচুয়া ধামে বাবা লোকনাথের দরজায় হাজার হাজার ভক্তের সমাগম! রইল ভিডিও

Last Updated:

Janmashtami 2023:  খালি পেয়ে হেঁটে হেঁটে আসছেন হাজার হাজার মানুষ! দেখুন ভিডিও

+
title=

বসিরহাট: লোকনাথ বাবার জন্মতিথি পালন হচ্ছে বসিরহাটের কচুয়া ধামে। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়িয়ে ভিন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার কচুয়া লোকনাথ মন্দিরে। যেখানে দেশব্যাপী বিদেশের মাটি থেকেও লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য সমবেত হচ্ছে। যদিও কচুয়া নাকি চাকলা কোনটি ছিল বাবা লোকনাথের আসল জন্মস্থান! তা নিয়ে মতপার্থক্য বিভিন্ন ব্যক্তিদের। রাত থেকেই দেখা যাচ্ছে বাঁকে জল নিয়ে দূর দুরান্ত থেকে খালি পায়ে হেঁটে লম্বা লাইনে ভক্ত অনুগামীরা কচুয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মাথায় জল ঢালছেন।
ইতিমধ্যেই বসিরহাট পুলিশের উদ্যোগে কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে, তাই রাতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা মন্দির চত্বর এলাকা। উল্লেখ্য গোটা মন্দির চত্বরে চলছে পুলিশি টহলদারি। পাশাপাশি সিসিটিভি ও আকাশ পথে ড্রোন চালিয়েও নজরদারি রাখা হচ্ছে।
advertisement
advertisement
কোনওরকম নাশকতার ছক যাতে এখানে না ঘটতে পারে তার জন্য পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। অন্যদিকে, সাদা পোশাকের মহিলা পুলিশ ও উইনারস স্কোয়াড বাইনিকেও রাখা হয়েছে। কচুয়া লোকনাথ মন্দিরের মঙ্গলবার রাত থেকে ভক্তরা এসে ভিড় জমাচ্ছেন বাবা লোকনাথের মাথায় জল ঢালার জন্য। সেখানে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই এক কথায় বলা যায় সবরকম ভাবে প্রস্তুত বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সবমিলিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও ভক্ত অনুগামীদের ঢলে সেজে উঠেছে কচুয়া ধাম।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Janmashtami 2023: জন্মাষ্টমীতে কচুয়া ধামে বাবা লোকনাথের দরজায় হাজার হাজার ভক্তের সমাগম! রইল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement