ল ক্লার্কদের এই মিছিল, আন্দোলনের বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি বিপদ তারণ রায় বলেন, "১৫ দফা দাবির ভিত্তিতে আমারা শুক্রবার প্রতিটি জেলায় আদালত চত্বর, প্রশাসনিক ভবন ও ভূমি সংস্কার দফতরে ধর্মঘটের ডাক দিয়েছি। গোটা রাজ্যজুড়ে এই আন্দোলন সংঘটিত হচ্ছে।" তাঁদের দাবি দাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট সংশোধন ও সংযোজন করতে হবে। রাইট টু অ্যাক্ট সম্পূর্ণরুপে কার্যকর করার জন্য অবিলম্বে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে। ল ক্লার্কদের জন্য সরকারি উদ্যোগে ওয়েলফেয়ার প্রকল্প চালু করতে হবে বলেও তিনি জানান।
advertisement
আরও পড়ুন: হকার উচ্ছেদের কথা ঘোষণা করেও পিছু হটল রেল, প্রতিবাদে উত্তাল হল এই স্টেশন
আন্দোলনে যোগ দেওয়া ল ক্লার্করা জানিয়েছেন, তাঁদের এই ১৫ দফা দাবি দাওয়া দ্রুত মান্যতা দিতে হবে। এই বিষয়ে সরকার কোনও উচ্চবাচ্য না করলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য ল ক্লার্কদের এই আন্দোলনের জেরে শুক্রবার মহকুমা ও জেলা আদালতগুলির বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
মালবিকা বিশ্বাস