জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও স্কুলে আসেন শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা। স্কুলে আসতেই সকলের নজর যায় গাছ গুলির দিকে। এদিন লক্ষ্য করা যায় স্কুল বাউন্ডারির একটিও গাছ নেই। সমস্ত গাছ কেউ বা কারা কেটে ফেলেছে। এই দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে স্কুল কর্তৃপক্ষের । এরপরই শোরগোল পরে যায় গোটা গ্রামে। গাছ কাটাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে লোকসানের মুখে পূর্ব বর্ধমানের পদ্মচাষীরা
কৃষ্ণবাটি উচ্চ বিদ্যালয় এর প্রেসিডেন্ট খাইরুল আলম মল্লিক জানান , স্কুল খোলার পর প্রধান শিক্ষক তাকে বিষয়টি জানান । তড়িঘড়ি তিনি স্কুলে এসে দেখেন গাছ গুলো কেটে ফেলা হয়েছে। মন খারাপ হয়ে যায় তাঁর। তড়িঘড়ি বিষয়টি প্রশাসনকে জানান তিনি। লিখিত অভিযোগ দায়ের করেন থানায় । বিধায়ক অপূর্ব চৌধুরীকেও বিষয়টি জানিয়েছেন। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে গ্রামে তীব্র চাঞ্চল্য চড়ায়।
Malobika Biswas