এই কুপনে যেমন মিলবে মহাভোগ সেইসঙ্গেই হয়ে যাবে দুপুরের খাবারও। কঙ্কালেশ্বরী কালীবাড়ির প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেওয়া হয় কুপন। এছাড়াও শহরের তেলিপুকুর ও কার্জনগেট এলাকায় কুপন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই অন্নভোগের মেনুতে কি থাকে? সে এলাহী আয়োজন। সপ্তাহের প্রতিদিন হয়না এক মেনু। মেনুতেও থাকে ভ্যারাইটি। ভাত, মুগের ডাল, এক ধরনের ভাজা, দু ধরনের তরকারি। চাটনি, পায়েস, বোঁদে। আবার কখনও মেনুতে থাকে নিরামিষ বিরিয়ানি।
advertisement
আরও পড়ুনঃ ফিরছে ছন্দ, পুজোর কেনা-কাটা চলছে কালনার তাঁত কাপড়ের হাটে
পেট ভরে যত খুশি যে কেউ খাবার খেতে পারেন। আর এই ভোগ পাওয়ার খবর পেতেই প্রতিদিন দুপুরে মন্দিরে মানুষের দীর্ঘ লাইন পড়ে। দুপুর ১২ টা ৩০ থেকে ২ টো ৩০ পর্যন্ত খাওয়ানো হয়। কঙ্কালেশ্বরী কলিবাড়িতে এসে কেউ না খেয়ে যান না এই অন্নভোগ। এদিন এই কঙ্কালেশ্বরী কলিবাড়িতে এসে দেখা গেল বহু মানুষের ভিড়। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে তাঁরা সকলেই কার্যত দীর্ঘক্ষণ লাইন দিয়ে খাচ্ছেন অন্নভোগ। এদিন মেনুতে ছিল নিরামিষ বিরিয়ানি, আলুর দম, বোঁদে।
Malobika Biswas