Purba Bardhaman: ফিরছে ছন্দ, পুজোর কেনা-কাটা চলছে কালনার তাঁত কাপড়ের হাটে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
করোনার জেরে দু বছর লক ডাউন থাকায় পুজোর আগে বিক্রিবাটা একদমই তলানিতে পৌঁছেছিল কালনা মহকুমার সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড়ের হাটে।
#পূর্ব বর্ধমান : করোনার জেরে দু বছর লক ডাউন থাকায় পুজোর আগে বিক্রিবাটা একদমই তলানিতে পৌঁছেছিল কালনা মহকুমার সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড়ের হাটে। কিন্তু ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে কালনার সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড়ের হাট। সপ্তাহের দুদিন বৃহস্পতিবার ও রবিবার বসে এই হাট। এখানে বসে তাঁত কাপড়ের হাট। দূরদূরান্ত থেকে এবং বিভিন্ন জেলা থেকে পাইকারেরা হাজির হন শাড়ি কিনতে। গত দু বছর করোনার জেরে বিক্রি বাটা অনেকটাই নেমে গিয়েছিল যার ফলে সমস্যার মধ্যে পড়েছিলেন তাঁতীরা।
তবে এ বছর স্বাভাবিক ছন্দে ফিরেছে হাটের বেচাকেনা। বিক্রিবাটা শুরু হয়েছে, যদিও তাতে তেমন খুশি নয় ব্যাবসায়ীরা। এ বছর এখনও পর্যন্ত বর্ষা সেভাবে না হওয়ার কারণে অনেক চাষিরাই পাট পচাতে পারেননি, এখনও মাঠে পড়ে রয়েছে অনেক পাট। পুরোপুরিভাবে পাট উঠলেই জামাকাপড়ের বাজারে দেখা মিলবে লাভের, এমনই আশা ব্যবসায়ীদের। হাটে জামাকাপড় কিনতে আসা এক ক্রেতা এদিন জানান অন্যান্য বারের তুলনায় দাম অনেকটাই কম রয়েছে স্টক রয়েছে প্রচুর ।
advertisement
আরও পড়ুনঃ পেট ভরে ১০ টাকার অন্নভোগ পেয়ে খুশি বর্ধমানবাসী
এদিকে গণেশচন্দ্র তাঁত কাপড়ের হাটের মালিক সুবীর কর্মকার তিনি জানান বিগত কয়েক সপ্তাহ তেমন বিক্রি বাটা হয়নি। চলতি সপ্তাহে কিছু কিছু করে বিক্রিবাটা শুরু হয়েছে। আগে রথের পর থেকেই পাইকারেরা হাজির হতেন শাড়ি জামাকাপড় কিনতে। কিন্তু এ বছর এখনও তেমন ক্রেতার দেখা নেই । তবে তাঁর আশা খুব শীঘ্রই আবার পুরনো ছন্দে ফিরবে হাট।
advertisement
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
September 02, 2022 3:18 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: ফিরছে ছন্দ, পুজোর কেনা-কাটা চলছে কালনার তাঁত কাপড়ের হাটে