Purba Bardhaman: পেট ভরে ১০ টাকার অন্নভোগ পেয়ে খুশি বর্ধমানবাসী

Last Updated:

১০ টাকায় অন্নভোগ মিলছে বর্ধমান শহরে। পেট পুরে ১০ টাকার অন্নভোগ পেয়ে খুশি বর্ধমানবাসী।আর এতেই হাফ ছেড়ে বেঁচেছেন বেশ কিছু বাড়ির গৃহিণী।

+
title=

#পূর্ব বর্ধমান : ১০ টাকায় অন্নভোগ মিলছে বর্ধমান শহরে। পেট পুরে ১০ টাকার অন্নভোগ পেয়ে খুশি বর্ধমানবাসী।আর এতেই হাফ ছেড়ে বেঁচেছেন বেশ কিছু বাড়ির গৃহিণী। রান্নাবান্নার ঝক্কি থেকে রেহাই মিলেছে অনেকেরই। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শহরের কাঞ্চননগর এলাকায় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দিরে নিত্যদিন দুপুরে মহাভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন অন্তত ৫০০ জন খেতে পারেন এই অন্নভোগ। শুধু ১০ টাকার কুপন কাটলেই হবে।
এই কুপনে যেমন মিলবে মহাভোগ সেইসঙ্গেই হয়ে যাবে দুপুরের খাবারও। কঙ্কালেশ্বরী কালীবাড়ির প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেওয়া হয় কুপন। এছাড়াও শহরের তেলিপুকুর ও কার্জনগেট এলাকায় কুপন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই অন্নভোগের মেনুতে কি থাকে? সে এলাহী আয়োজন। সপ্তাহের প্রতিদিন হয়না এক মেনু। মেনুতেও থাকে ভ্যারাইটি। ভাত, মুগের ডাল, এক ধরনের ভাজা, দু ধরনের তরকারি। চাটনি, পায়েস, বোঁদে। আবার কখনও মেনুতে থাকে নিরামিষ বিরিয়ানি।
advertisement
আরও পড়ুনঃ ফিরছে ছন্দ, পুজোর কেনা-কাটা চলছে কালনার তাঁত কাপড়ের হাটে
পেট ভরে যত খুশি যে কেউ খাবার খেতে পারেন। আর এই ভোগ পাওয়ার খবর পেতেই প্রতিদিন দুপুরে মন্দিরে মানুষের দীর্ঘ লাইন পড়ে। দুপুর ১২ টা ৩০ থেকে ২ টো ৩০ পর্যন্ত খাওয়ানো হয়। কঙ্কালেশ্বরী কলিবাড়িতে এসে কেউ না খেয়ে যান না এই অন্নভোগ। এদিন এই কঙ্কালেশ্বরী কলিবাড়িতে এসে দেখা গেল বহু মানুষের ভিড়। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে তাঁরা সকলেই কার্যত দীর্ঘক্ষণ লাইন দিয়ে খাচ্ছেন অন্নভোগ। এদিন মেনুতে ছিল নিরামিষ বিরিয়ানি, আলুর দম, বোঁদে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: পেট ভরে ১০ টাকার অন্নভোগ পেয়ে খুশি বর্ধমানবাসী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement