TRENDING:

Wedding Viral: বিয়ের মণ্ডপেই চিৎকার করে কাঁদছেন, মাথা ঠুকছেন কনে! নেপথ্যের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

Wedding Viral Video: এই ভাইরাল ভিডিওতে সবার সামনেই কাঁদতে শুরু করেন নববধূ। তাঁর কান্না ও চিৎকার দেখে সম্ভিত হয়ে পড়েন উপস্থিতি সবাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল ভিডিও: বর এবং কনে সবসময়ই তাঁদের বিবাহের দিনটি (Wedding Viral) বিশেষ ভাবে উপভোগ করতে চান এবং চেষ্টা করেন যাতে কোনও বাধা ছাড়াই সবকিছু ঠিকঠাক হয়। তবে বিয়েতে আত্মীয়-স্বজনের মধ্যে ঝগড়া হলে বা কোনও মনোমালিন্য হলে মুহূর্তে খুশির সেই পরিবেশ পাল্টে যায়। অনেক ক্ষেত্রেই নতুন পরিবেশে এসে কনেকে অনেক কিছু মানিয়ে নিতে হয়। কনেও যতক্ষণ সহ্য করতে পারেন ততক্ষণ চুপ থাকেন। কিন্তু গোটা বিষয়টি যখন অতিরিক্ত মাত্রায় হতে শুরু করে তখন তিনি আর নিজেকে সামলে রাখতে পারেন না (Viral Video) ।
বিয়ের মঞ্চেই কেঁদে ভাসালেন কনে! Viral Wedding Video
বিয়ের মঞ্চেই কেঁদে ভাসালেন কনে! Viral Wedding Video
advertisement

আরও পড়ুন : ‘বাদাম কাকু’র পর এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ভাইরাল ‘বেলুন কাকু’! শুনেছেন? রইল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ায় (Wedding Viral) বিয়ে সংক্রান্ত অনেক ভিডিও ঘুরতে দেখা যায়। এবার এমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যা বিয়ের হলেও একেবারেই অন্যরকম। এই ভাইরাল ভিডিওতে সবার সামনেই কাঁদতে শুরু করেন নববধূ। তাঁর কান্না ও চিৎকার দেখে সম্ভিত হয়ে পড়েন উপস্থিতি সবাই।

advertisement

আজকাল বর-কনের অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, তার মধ্যে এটি এমন একটি ভিডিও যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপে (Wedding Viral) দেখা যাচ্ছে কনে ও তার পরিবার মঞ্চে উপস্থিত। বর তখনও মঞ্চে উপস্থিত হননি। হঠাৎ কনে কিছু একটা নিয়ে রেগে চিৎকার করে ওঠেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে জানা যায় এটি কয়েকটি সিরিয়ালের শুটিং। শুটিংয়ের সময় কনের গেটআপে অভিনয় করছেন এই অভিনেত্রী। তবে ভিডিওটি (Viral Video) দেখলে মনে হবে কনে আসলে রাগ করেছেন।

advertisement

আরও পড়ুন : স্বামীর সঙ্গে বনিবনা হয় না! শারীরিক-মানসিক ভাবে অতৃপ্ত? জীবনে বড় 'এই' ধাক্কায় পরকীয়ায় জড়িয়ে পড়েন নারীরা

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

ভিডিওতে (Wedding Viral) দেখা যায় কী ভাবে চিৎকার করে মাথা ঠুকতে থাকেন সেই কনে এবং মেঝেতে বসে পড়েন। প্রথম নজরে, আপনার ভিডিওটি কিছুটা বাস্তবসম্মত মনে হবে, তবে এটি (Viral Video)  কয়েকবার দেখার পরে, আপনি বুঝতে পারবেন এটি একটি সিরিয়ালের দৃশ্য মাত্র। এই ভিডিও দেখার পর মানুষ নেটমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, এই সিরিয়ালটি 'উদারিয়া', যেটিতে জেসমিনের ভূমিকায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এই ভিডিওটি ৭ লাখের বেশি মানুষ পছন্দ করেছেন। themayankshow নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wedding Viral: বিয়ের মণ্ডপেই চিৎকার করে কাঁদছেন, মাথা ঠুকছেন কনে! নেপথ্যের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল