Viral Video: ‘বাদাম কাকু’র পর এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ভাইরাল ‘বেলুন কাকু’! শুনেছেন? রইল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: সম্প্রতি এই রকমই এক ব্যক্তির খোঁজ মিলেছে যিনি কবিতা আওড়ে বেলুন বিক্রি করতে করতে ভাইরাল হয়েছেন (Viral Video) নেটদুনিয়ায়।
#ভাইরাল ভিডিও: সাম্প্রতিক কালে অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়াকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। বিভিন্ন স্থানের বিভিন্ন রকম ঘটনা নেট দুনিয়ায় আকছার ভাইরাল (Viral Ballon Seller) হয়ে থাকে। নেটিজেনদের একাংশ যেমন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র উপভোগ করে থাকেন, তেমনই একাংশ উপভোগের বিভিন্ন উপাদান জোগান দিতে থাকেন। যাদের বলা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এঁরা বিভিন্ন জায়গা থেকে পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা, ব্যতিক্রমী দৃশ্য বা অন্যান্য কিছু মজাদার কন্টেন্ট-এর ভিডিও তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। আর মুহূর্তে সেগুলি হয়ে ওঠে ভাইরাল (Viral Video)।
advertisement
এমনই এক ভাইরাল 'সেনসেশন' ভুবন বাদ্যকর (Kancha Badam) । নিজের লেখা বাদাম গান গেয়ে ফেরি করে বেরোতেন কাঁচা বাদাম। বর্তমানে তিনি ফেরিওয়ালা থেকে গায়ক। সম্প্রতি এই রকমই এক ব্যক্তির খোঁজ মিলেছে যিনি কবিতা আওড়ে বেলুন বিক্রি করতে করতে ভাইরাল হয়েছেন (Viral Video) নেটদুনিয়ায়।
advertisement
মুর্শিদাবাদ জেলার টিকটিকি পাড়ার বাসিন্দা আফতাব ফকির একজন বেলুন ব্যবসায়ী। সাইকেলে ঘুরে ঘুরে ছড়া কেটে বেলুন (Viral Ballon Seller) বিক্রি করে বেড়ান আফতাব। ব্যবসায়ীর পাশাপাশি তিনি যে একজন কবিও তা বললে ভুল হবে না। ছন্দ মিলিয়ে ছড়া কেটে বেলুন বিক্রি করার তার ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
হয়তো কখনও কবি হতে চেয়েছিলেন আফতাব। কিন্তু ভাগ্যের চাপে পেশা হিসেবে মেনে নিতে হয়েছে বেলুন বিক্রির কাজকেই। তবে ছাড়েননি ভালোলাগা, ছড়াকাটার শখ। নিজের শিল্পসত্ত্বার প্রকাশ ঘটিয়ে চলেছেন বেলুন (Viral Ballon Seller) ফেরি করতে করতেই। কবিতা বলতে বলতে বেলুন বিক্রি শুধুই নয়, পাশাপাশি আফতাব কথাও বলেন ছন্দে।
advertisement
সম্প্রতি ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে কবিতার ছন্দে বেলুন এর দাম বলছেন তিনি। “না নিলে আপনার লস এই বেলুনের দাম ১০”। মুর্শিদাবাদের এই বেলুনওয়ালার ছড়া এখন ছড়িয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। হয়েছে নেটদুনিয়ার নতুন 'ভাইরাল বেলুন কাকু'।
Location :
First Published :
March 14, 2022 3:45 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘বাদাম কাকু’র পর এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ভাইরাল ‘বেলুন কাকু’! শুনেছেন? রইল ভিডিও