Extra Marital Affair: স্বামীর সঙ্গে বনিবনা হয় না! শারীরিক-মানসিক ভাবে অতৃপ্ত? জীবনে বড় 'এই' ধাক্কায় পরকীয়ায় জড়িয়ে পড়েন নারীরা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Women In Extra Marital Affair: ভাউচার কোডস প্রো নামে এক গবেষণা সংস্থার মতে, পুরুষদের তুলনায় নারীরাই বেশি যৌনতায় আগ্রহী। আর তার ওপর ভিত্তি করেই বদলেছে নারী পুরুষের সম্পর্কের সমীকরণ।
একটা চিরাচরিত ধারণা রয়েছে যে পুরুষেরাই যৌনতার প্রতি বেশি আগ্রহী। নারী মন নিখাদ প্রেম চায়, আর পুরুষ চায় শরীর। সমাজের এই প্রচলিত ধারণাকেই পাল্টে দিল সাম্প্রতিক এক সমীক্ষা। যাতে উঠে এল সম্পূর্ণ বিপরীত তথ্য। ভাউচার কোডস প্রো নামে এক গবেষণা সংস্থার মতে, পুরুষদের তুলনায় নারীরাই বেশি যৌনতায় আগ্রহী। আর তার ওপর ভিত্তি করেই বদলেছে নারী পুরুষের সম্পর্কের সমীকরণ।