দেখা যায় স্ট্রোক (Bathroom Stroke) সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতার পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ। আমরা বাথরুমে ঢুকে স্নান করার সময় সাধারণত প্রথমেই মাথা এবং চুল ভেজাই, যা মোটেই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবে প্রথমেই মাথায় জল দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় (Risk Of Stroke)। এতে কৈশিক ও ধমনী একসঙ্গে ছিড়ে যেতে পারে। ফলস্বরূপ মুহূর্তে ঘটে মারণ স্ট্রোক, অতঃপর মাটিতে পড়ে যাওয়া। প্রতীকী ছবি।