ভারতে সাপকে ঘিরে বহু গল্প-কাহিনি চালু আছে। বেশিরভাগই ভৌতিক কিংবা পৌরাণিক, যার মধ্যে বাস্তব আর কল্পনা একাকার হয়ে যায়। হিন্দি সিনেমা—বিশেষ করে ‘নাগিন’ ঘরানার—এই কল্পনাকে আরও উস্কে দিয়েছে। এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে। পিছনে চলছে রীনা রায় অভিনীত ‘নাগিন’ সিনেমার গান “তেরে ইশ্ক কা মুজ্পর হুয়া ইয়ে আসর হ্যায়…”। এমনকি সাপটি নিজের ছায়াকে কামড়েও দেয়!
advertisement
মুরগির বাদামি ডিম কি সাদা ডিমের চেয়ে বেশি ভাল? খোলার রঙ আলাদা হয় কেন? না জেনেই ভুল করছেন!
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য
বিজ্ঞান কী বলছে?
সোজাসাপ্টা বললে, “ইচ্ছাধারী নাগ-নাগিন” বলে বাস্তবে কিছুই নেই। এ ধারণা সম্পূর্ণ মিথ। বিজ্ঞান ও প্রাণিবিদ্যা একে নাকচ করে দিয়েছে। সাপের আচরণ নিয়ে নানা ভুল ধারণার মধ্যে এটিও একটা – যে আয়নায় নাকি আসল রূপ প্রকাশ পায়। এটা নিছক ‘ফোকলোর’ বা কিংবদন্তি, কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
ভিডিওটা ভাইরাল, মজাও কম হয়নি!
ভিডিওটি ইনস্টাগ্রামে @salman\_pathan230 নামক একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত এর ভিউ ১ কোটি ৬ লক্ষ ছাড়িয়েছে। হাজার হাজার মজার কমেন্টও পড়েছে ভিডিওর নিচে।
মাত্র ১৫ বছরেই কী ভাবে ফাটল ধরল কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে? বিশেষজ্ঞরা যা বলছেন…দোষ কার?
‘জল কত করে? দাও তো!’ চলন্ত ট্রেনে জল কিনলেন কে? পোশাক দেখে চেনা যায়নি, হকার ‘রেট’ বলতেই সর্বনাশ!
এক জন লিখেছেন, “আসল রূপে চলে এল মানে, আগে কী রীনা রায়ের মত ঘুরে বেড়াচ্ছিল?”
আর একজন লিখেছেন, “তা হলে আগে ও কী রূপে ছিল?”
তৃতীয় জন লিখেছেন, “এইজন্যই বলে—পড়াশোনা খুব দরকার!”
আরেকজন লিখেছেন, “নাগজির সঙ্গে দেখা করতে যেতে হবে, আমি কেমন দেখাচ্ছি একটু আয়নায় দেখে নিই!”
এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে।
এই ভিডিও যেমন মজাদার, তেমনি বিভ্রান্তিকরও। বাস্তবে সাপ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বিরক্ত হতে পারে, ভাবতে পারে অন্য সাপ সামনে এসেছে। সেটাই কামড়ানোর চেষ্টা হতে পারে—এর সঙ্গে কোনো “রূপান্তর” বা Snake Facts যুক্ত নেই। আয়নার সামনে সাপ নয়, বরং আমরা যেন নিজেদের প্রতিচ্ছবি দেখে বোঝার চেষ্টা করি—আমরা কতটা কুসংস্কারে ভরসা করি, আর কতটা বিজ্ঞানে?