TRENDING:

Viral Wedding Video: ছাদনাতলায় কনেকে দেখেই বেসামাল বর! এমন কাজ করে বসলেন... দুর্বার গতিতে ভাইরাল!

Last Updated:

Viral Wedding Video: নৃত্যরত কনেকে দেখে বর এমন কিছু করে বসেন, যা দেখে সেখানে উপস্থিত আত্মীয়দের মনোযোগ চলে যায় তাঁর দিকে। কী করে ফেলেন বর? দেখুন ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চলছে বিয়ের মরশুম। সোশ্যাল মাধ্যমে আজকাল প্রায়ই বর-কনের (Bride Groom Video) মজাদার সব ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে প্রায়শই। নেটিজেনরাও এইসব ভিডিও (Viral Wedding Video) খুব উপভোগ করেন। এগুলির মধ্যে অনেক ভিডিও দেখতে এতটাই অসাধারণ, যেগুলো দেখার পর তা শেয়ার করার ধুম পরে যায় নেটিজেনদের মধ্যে। কিছু ভিডিওতে (Viral Video) বর ও কনের মধ্যে ভালো রসায়ন চোখে পরে। আবার কোথায় দেখা যায় তাঁদের মেগা পরিকল্পনা।
ছাদনাতলায় বরের কীর্তি দেখে তাজ্জব সবাই!
ছাদনাতলায় বরের কীর্তি দেখে তাজ্জব সবাই!
advertisement

আরও পড়ুন : জীবনে এল নতুন ভালোবাসা! ডিভোর্সি মা সম্পর্কে জড়িয়ে পড়তেই বাজার কাঁপাল ছেলে...

আরও পড়ুন : আপনার নামের আদ্যক্ষর কি এই ছয়টির একটি? তাহলে আপনি বিরল গুণের অধিকারী! জানুন কেন...

ভাইরাল এই ভিডিওটিও (Viral Wedding Video) বিয়ের। ভিডিওটি বরমালার আগের মুহূর্তের বিয়ের ছবি। এ সময় কনেকে মঞ্চে প্রবেশ করানো হচ্ছে। এই ভিডিওর (Viral Video) সবচেয়ে বিশেষ বিষয় হল পায়ে হেঁটে নয়, ভাইদের সঙ্গেও নয়, এই বিয়েতে কনে (Bride Groom Video) নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করেন। সেই সময় বরকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নৃত্যরত কনেকে দেখে বর এমন কিছু করে বসেন, যা দেখে সেখানে উপস্থিত আত্মীয়দের মনোযোগ চলে যায় বরের দিকে।

advertisement

ভিডিওতে (Viral Video) প্রথম দেখা যায় বরকে। ক্যামেরায় দেখা যায় কনের প্রবেশের সঙ্গে সঙ্গে বর তার কনেকে দেখে মুগ্ধ হয়ে যান। উত্তেজনায় এক হাতের দুই আঙুল মুখে ঢুকিয়ে জোরে শিস দিয়ে ওঠেন তিনি। রোড রেইডারদের এমন বাঁশি বাজাতে দেখেছেন অনেকেই। বর তার কনের নাচ দেখে উত্তেজনায় শিস দিয়ে ওঠেন। তাঁর এই আবেগে ভেসে যাওয়া দেখে বোঝাই যায় তিনি হবু স্ত্রীকে দেখে বোল্ড আউট হয়ে গিয়েছেন কয়েক মুহূর্তেই।

advertisement

আরও পড়ুন : সাত-সাতটা বিয়ের পরই খোলসা হল কনের আসল পরিচয়! Bollywood সিনেমাকেও হার মানাবে এই 'প্লট'...

আরও পড়ুন : লুকিয়ে লুকিয়ে কে দেখছেন আপনার Facebook প্রোফাইল? জেনে নিন এভাবে...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওতে (Viral Wedding Video) এর পরে দৃশ্যটি কনের। সেই দৃশ্যে কনেকে তাঁর বন্ধুদের সাথে দুর্দান্ত নাচ করতে দেখা যায়। এর পরে, বরও তার কনের কাছে পৌঁছে যান এবং কনের (Bride Groom Video) হাত ধরে নাচতে শুরু করে দেন তিনিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। ভিডিওটিকে নেটিজেনরা প্রচুর লাইক ও শেয়ারও করছেন। এই যুগলের রসায়নকে নেটদুনিয়ার মানুষ ভীষণভাবে পছন্দ করেছে বলেই মনে হচ্ছে তাঁদের মজাদার সব কমেন্ট দেখে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding Video: ছাদনাতলায় কনেকে দেখেই বেসামাল বর! এমন কাজ করে বসলেন... দুর্বার গতিতে ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল