আরও পড়ুন : জীবনে এল নতুন ভালোবাসা! ডিভোর্সি মা সম্পর্কে জড়িয়ে পড়তেই বাজার কাঁপাল ছেলে...
আরও পড়ুন : আপনার নামের আদ্যক্ষর কি এই ছয়টির একটি? তাহলে আপনি বিরল গুণের অধিকারী! জানুন কেন...
ভাইরাল এই ভিডিওটিও (Viral Wedding Video) বিয়ের। ভিডিওটি বরমালার আগের মুহূর্তের বিয়ের ছবি। এ সময় কনেকে মঞ্চে প্রবেশ করানো হচ্ছে। এই ভিডিওর (Viral Video) সবচেয়ে বিশেষ বিষয় হল পায়ে হেঁটে নয়, ভাইদের সঙ্গেও নয়, এই বিয়েতে কনে (Bride Groom Video) নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করেন। সেই সময় বরকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নৃত্যরত কনেকে দেখে বর এমন কিছু করে বসেন, যা দেখে সেখানে উপস্থিত আত্মীয়দের মনোযোগ চলে যায় বরের দিকে।
advertisement
ভিডিওতে (Viral Video) প্রথম দেখা যায় বরকে। ক্যামেরায় দেখা যায় কনের প্রবেশের সঙ্গে সঙ্গে বর তার কনেকে দেখে মুগ্ধ হয়ে যান। উত্তেজনায় এক হাতের দুই আঙুল মুখে ঢুকিয়ে জোরে শিস দিয়ে ওঠেন তিনি। রোড রেইডারদের এমন বাঁশি বাজাতে দেখেছেন অনেকেই। বর তার কনের নাচ দেখে উত্তেজনায় শিস দিয়ে ওঠেন। তাঁর এই আবেগে ভেসে যাওয়া দেখে বোঝাই যায় তিনি হবু স্ত্রীকে দেখে বোল্ড আউট হয়ে গিয়েছেন কয়েক মুহূর্তেই।
আরও পড়ুন : সাত-সাতটা বিয়ের পরই খোলসা হল কনের আসল পরিচয়! Bollywood সিনেমাকেও হার মানাবে এই 'প্লট'...
আরও পড়ুন : লুকিয়ে লুকিয়ে কে দেখছেন আপনার Facebook প্রোফাইল? জেনে নিন এভাবে...
ভিডিওতে (Viral Wedding Video) এর পরে দৃশ্যটি কনের। সেই দৃশ্যে কনেকে তাঁর বন্ধুদের সাথে দুর্দান্ত নাচ করতে দেখা যায়। এর পরে, বরও তার কনের কাছে পৌঁছে যান এবং কনের (Bride Groom Video) হাত ধরে নাচতে শুরু করে দেন তিনিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। ভিডিওটিকে নেটিজেনরা প্রচুর লাইক ও শেয়ারও করছেন। এই যুগলের রসায়নকে নেটদুনিয়ার মানুষ ভীষণভাবে পছন্দ করেছে বলেই মনে হচ্ছে তাঁদের মজাদার সব কমেন্ট দেখে।