TRENDING:

Viral video : নিজের হাতে জিরাফকে খাইয়ে প্রাতরাশের সুযোগ! যাবেন নাকি এই হোটেলে! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral video : ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে নিজের হাতে ৩ টি জিরাফকে খাওয়াচ্ছেন এক মহিলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাইরোবি : বন্য প্রাণী ও মানুষের মধ্যে ভালবাসার ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷  ৫ সেকেন্ডের ওই ভিডিওয় দেখা যাচ্ছে এক মহিলা ছুটি কাটাতে এসে প্রাতরাশ সারছেন জিরাফদের সঙ্গে৷ শোনা যাচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবির হোটেল ‘জিরাফ ম্যানোর’ এই ভিডিও নেওয়া হয়েছে৷ ভিডিও মনে করিয়ে দিয়েছে সেই পুরনো কথা, ‘শেয়ার ইজ কেয়ারিং’ বা ‘ভাগ করে নেওয়াতেই আনন্দ’৷
Viral
Viral
advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে নিজের হাতে ৩ টি জিরাফকে খাওয়াচ্ছেন এক মহিলা৷ সেইসঙ্গে নিজেও খাচ্ছেন৷ ভিডিওটি ইতিমধ্যেই ৩. ১৭ লক্ষের বেশি ভিউজ পেয়েছে৷ লাইক ছাপিয়েছে ২১ হাজার৷ সঙ্গে অগণিত মন্তব্য৷

নেটিজেনদের মধ্যে অনেকেই ফিরে গিয়েছেন ওই হোটেলে থাকার স্মৃতিতে৷ এক জন লিখেছেন ‘‘আমি ৬ বছর আগে জিরাফ ম্যানোরে গিয়েছিলাম৷ তারা অতিথিদের সুযোগ দেন জিরাফদের খাওয়ানোর জন্য৷ সকালে, দুপুরে, বিকেলে এই সুযোগ পাওয়া যায়৷’’

advertisement

আরও পড়ুন : এক বিশেষ উপকরণের জন্যই এই বিরিয়ানির নাম ‘ইয়াখনি’! জানুন রকমারি বিরিয়ানির অন্দরের কথা

একজন লিখেছেন ওই হোটেলে জিরাফ সেন্টার আছে৷ আর এক ট্যুইটারেত্তি শেয়ার করেছেন একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে দুই জিরাফ হোটেলের ডাইনিং হলের জানালার কাছে দাঁড়িয়ে খাবার খাচ্ছে৷

আরও পড়ুন : খাওয়ার আগে কেন আম ভিজিয়ে রাখতেই হবে? জানুন এর উপকারিতাগুলি

এই ভিডিও যেন পশুপ্রাণীদের রাজত্বের কথা মনে করিয়ে দিচ্ছে৷ তাই এক নেটিজেন লিখেছেন এই ভিডিও দেখে তাঁর মনে হচ্ছে কোনও এক পশুপ্রাণীর রাজত্বে ঘুম ভাঙছে৷ বন্য পশুদের কৌতূহলও তাকে মুগ্ধ করেছে৷ এই অভিজ্ঞতা যে একদম অন্যরকম, সেকথা স্বীকার করেছেন নেটিজেনরা৷

advertisement

আরও পড়ুন : হাঁপানিতে খুব কষ্ট পান? এই খাবারগুলো খেলে নিজেই নিজের সর্বনাশ করবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত জিরাফ ম্যানোরের জিরাফের দল খুবই আকর্ষণীয়৷ যাঁরাই এই হোটেলে থেকেছেন, তাঁরাই অভূতপূর্ব এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral video : নিজের হাতে জিরাফকে খাইয়ে প্রাতরাশের সুযোগ! যাবেন নাকি এই হোটেলে! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল