ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে নিজের হাতে ৩ টি জিরাফকে খাওয়াচ্ছেন এক মহিলা৷ সেইসঙ্গে নিজেও খাচ্ছেন৷ ভিডিওটি ইতিমধ্যেই ৩. ১৭ লক্ষের বেশি ভিউজ পেয়েছে৷ লাইক ছাপিয়েছে ২১ হাজার৷ সঙ্গে অগণিত মন্তব্য৷
নেটিজেনদের মধ্যে অনেকেই ফিরে গিয়েছেন ওই হোটেলে থাকার স্মৃতিতে৷ এক জন লিখেছেন ‘‘আমি ৬ বছর আগে জিরাফ ম্যানোরে গিয়েছিলাম৷ তারা অতিথিদের সুযোগ দেন জিরাফদের খাওয়ানোর জন্য৷ সকালে, দুপুরে, বিকেলে এই সুযোগ পাওয়া যায়৷’’
advertisement
আরও পড়ুন : এক বিশেষ উপকরণের জন্যই এই বিরিয়ানির নাম ‘ইয়াখনি’! জানুন রকমারি বিরিয়ানির অন্দরের কথা
একজন লিখেছেন ওই হোটেলে জিরাফ সেন্টার আছে৷ আর এক ট্যুইটারেত্তি শেয়ার করেছেন একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে দুই জিরাফ হোটেলের ডাইনিং হলের জানালার কাছে দাঁড়িয়ে খাবার খাচ্ছে৷
আরও পড়ুন : খাওয়ার আগে কেন আম ভিজিয়ে রাখতেই হবে? জানুন এর উপকারিতাগুলি
এই ভিডিও যেন পশুপ্রাণীদের রাজত্বের কথা মনে করিয়ে দিচ্ছে৷ তাই এক নেটিজেন লিখেছেন এই ভিডিও দেখে তাঁর মনে হচ্ছে কোনও এক পশুপ্রাণীর রাজত্বে ঘুম ভাঙছে৷ বন্য পশুদের কৌতূহলও তাকে মুগ্ধ করেছে৷ এই অভিজ্ঞতা যে একদম অন্যরকম, সেকথা স্বীকার করেছেন নেটিজেনরা৷
আরও পড়ুন : হাঁপানিতে খুব কষ্ট পান? এই খাবারগুলো খেলে নিজেই নিজের সর্বনাশ করবেন
প্রসঙ্গত জিরাফ ম্যানোরের জিরাফের দল খুবই আকর্ষণীয়৷ যাঁরাই এই হোটেলে থেকেছেন, তাঁরাই অভূতপূর্ব এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন৷