TRENDING:

Viral Puzzle: বাঘা বাঘা বুদ্ধিমানও ফেল...! মাত্র ১০% দিয়েছেন সঠিক উত্তর! মেয়েটির নাম কী বলুন দেখি? উত্তরই বলে দেবে আপনি কতটা স্মার্ট

Last Updated:

Viral Puzzle: ছবিতে দাবি করা হয়েছে, ৯০% মানুষই এই ছবি ও সংকেত দেখে মেয়েটির সঠিক নাম বলতে পারেননি। এমনকি অনেক বাঘা বাঘা বুদ্ধিমান মানুষও চুল ছিঁড়েছেন উত্তর খুঁজতে গিয়ে। এবার আপনার পালা। বলুন দেখি কী নাম মেয়েটির?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ছবির ধাঁধা: বিশেষজ্ঞরা প্রায়ই বলেন আপনি যত কঠিন ধাঁধার সমাধান চটপট করে ফেলবেন ততই বেশি স্মার্ট হয়ে উঠবেন। শিশুদের বুদ্ধিদীপ্ত করে তুলতেও নানা জটিল ধাঁধার সমাধান করতে পরামর্শ দেওয়া হয়। কথায় বলা হয়, এর ফলে মানুষের বুদ্ধি খোলে। আসলে মস্তিষ্কের কাজ যেমন বুদ্ধিমত্তা বাড়ায় তেমনই মাথা খাটিয়ে সঠিক উত্তর খোঁজার মধ্যে একটা মজাও আছে। এমনই একটি মজার ছবি এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবির ধাঁধা: মেয়েটির নাম কী?
ছবির ধাঁধা: মেয়েটির নাম কী?
advertisement

ছবিতে রয়েছে একটি মেয়ে। আর ছবির নানা চিহ্ন ও সংকেত দেখে আপনাকে বলতে হবে মেয়েটির নাম কী? ছবিতে দেখা যাচ্ছে মেয়েটির পাশে একটি গাই ও একটি যোগ চিহ্ন আর সেসঙ্গে একটি গাছের ছবি রয়েছে। এই চিহ্নগুলি দেখে চটপট বলে ফেলুন তো কী নাম মেয়েটার।

আরও পড়ুন: মালাবদলের আগেই...? 'চরম' কাজ করে ফেললেন বর! অপমানে দুঃখে বিরাট সিদ্ধান্ত কনের! সোশ্যাল মিডিয়ায় ঝড়

advertisement

আরও পড়ুন: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দাবি করা হয়েছে, ৯০% মানুষই এই ছবি ও সংকেত দেখে মেয়েটির সঠিক নাম বলতে পারেননি। এমনকি অনেক বাঘা বাঘা বুদ্ধিমান মানুষও চুল ছিঁড়েছেন উত্তর খুঁজতে গিয়ে। এবার আপনার পালা। বলুন দেখি কী নাম মেয়েটির ?

advertisement

তবে আপনিও যদি এই ধাঁধার সমাধান না করতে পারেন বা যদি আপনার পরিবারের বাকিরা বা বন্ধু বান্ধবীরাও যদি ফেল করেন উত্তর দিতে গিয়ে তবে কুছ পরোয়া নেই। উত্তর পেয়ে জাবেমন আমাদেরই এই প্রতিবেদনে।

আরও পড়ুন: মুঠো মুঠো ওষুধ নয়...! হাই ব্লাড সুগারে তুমুল আক্রমণ হানে এই সুন্দর ফুলের পাতা! শুধু জেনে নিন সঠিক নিয়ম! কীভাবে ব্যবহার করবেন?

advertisement

বিশ্লেষণের মাধ্যমে ভাল করে ছবিটি দেখে বুঝে নিন এই বেলা। ছবিতে রয়েছে একটি গাই। আর গাছ এর ইংরেজি অর্থ হল 'ট্রি'। মাঝে রয়েছে প্লাস সাইন বা যোগ চিহ্ন যার বাংলা অর্থ করলে এই তিন ছবি মিলিয়ে দাঁড়ায়, গাই + ট্রি = 'গায়েত্রী' অর্থাৎ মেয়েটির নাম হল গায়েত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসলে সহজ এই ছবিতেই লুকিয়ে ছিল মজার সংকেত যা আপনাকে একটু মাথা ঘামালেই এনে দেবে সঠিক উত্তর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন দারুন ভাইরাল। নেটিজেনরা নিজেরা উত্তর খোঁজার পাশাপাশি বন্ধুদেরও জিজ্ঞেস করছেন এই ধাঁধার উত্তর। আর এভাবেই বেশ মজার স্ট্রেস বাস্টার হয়ে উঠেছে এই ধাঁধাগুলি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Puzzle: বাঘা বাঘা বুদ্ধিমানও ফেল...! মাত্র ১০% দিয়েছেন সঠিক উত্তর! মেয়েটির নাম কী বলুন দেখি? উত্তরই বলে দেবে আপনি কতটা স্মার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল