ছবিতে রয়েছে একটি মেয়ে। আর ছবির নানা চিহ্ন ও সংকেত দেখে আপনাকে বলতে হবে মেয়েটির নাম কী? ছবিতে দেখা যাচ্ছে মেয়েটির পাশে একটি গাই ও একটি যোগ চিহ্ন আর সেসঙ্গে একটি গাছের ছবি রয়েছে। এই চিহ্নগুলি দেখে চটপট বলে ফেলুন তো কী নাম মেয়েটার।
advertisement
যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবিতে দাবি করা হয়েছে, ৯০% মানুষই এই ছবি ও সংকেত দেখে মেয়েটির সঠিক নাম বলতে পারেননি। এমনকি অনেক বাঘা বাঘা বুদ্ধিমান মানুষও চুল ছিঁড়েছেন উত্তর খুঁজতে গিয়ে। এবার আপনার পালা। বলুন দেখি কী নাম মেয়েটির ?
তবে আপনিও যদি এই ধাঁধার সমাধান না করতে পারেন বা যদি আপনার পরিবারের বাকিরা বা বন্ধু বান্ধবীরাও যদি ফেল করেন উত্তর দিতে গিয়ে তবে কুছ পরোয়া নেই। উত্তর পেয়ে জাবেমন আমাদেরই এই প্রতিবেদনে।
বিশ্লেষণের মাধ্যমে ভাল করে ছবিটি দেখে বুঝে নিন এই বেলা। ছবিতে রয়েছে একটি গাই। আর গাছ এর ইংরেজি অর্থ হল 'ট্রি'। মাঝে রয়েছে প্লাস সাইন বা যোগ চিহ্ন যার বাংলা অর্থ করলে এই তিন ছবি মিলিয়ে দাঁড়ায়, গাই + ট্রি = 'গায়েত্রী' অর্থাৎ মেয়েটির নাম হল গায়েত্রী।
আসলে সহজ এই ছবিতেই লুকিয়ে ছিল মজার সংকেত যা আপনাকে একটু মাথা ঘামালেই এনে দেবে সঠিক উত্তর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন দারুন ভাইরাল। নেটিজেনরা নিজেরা উত্তর খোঁজার পাশাপাশি বন্ধুদেরও জিজ্ঞেস করছেন এই ধাঁধার উত্তর। আর এভাবেই বেশ মজার স্ট্রেস বাস্টার হয়ে উঠেছে এই ধাঁধাগুলি।