জুবিলি হিলস ইন্সপেক্টর এস রাজশেখর রেড্ডির বয়ানে জানা যাচ্ছে, "ঘটনার পর কনের পরিবার বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।" এদিকে, কনের পরিবার ৩ কোটি টাকার যৌতুক উদ্ধারের জন্যও পুলিশের দ্বারস্থ। জানা যায় ওই বিপুল পরিমান অর্থের গয়না মেয়ের বাড়ির কাছ থেকে বরের পরিবার পেয়েছিল যৌতুক হিসেবে। প্রতীকী ছবি।
বর্তমানে বিয়ে বাতিল করার আর্জিতে বরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে, পুলিশ বর ও তাঁর পরিবার এবং বন্ধুদের বিরুদ্ধে আইপিসির ৩৫৪, ৩২৪, ৪২০, ৪০৬ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিয়েছে। সূত্রের খবর, নিজের পরিবারের অপমানে, দুঃখ পেয়ে ও অপমানিত হয়েই এই সিদ্ধান্ত নিতে হয় কনেকে। প্রতীকী ছবি।