হোম » ছবি » লাইফস্টাইল » দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন নিয়ম

Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

  • 110

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    গ্রীষ্মের মরশুম শুরু হতেই যে সব খাবারের কথা মনে তার মধ্যে অন্যতম হল দই। গরমে দই শরীর ঠান্ডা করে। এই খাবার খেতে সবাই পছন্দও করেন। কেউ চিনি মেশান দই খাওয়ার সময়, আবার কেউ লবণ দিয়ে খান। অনেকেই দই দিয়ে লস্যি বানিয়ে গরম থেকে মুক্তির চেষ্টা করেন।

    MORE
    GALLERIES

  • 210

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    আপনিও নিশ্চয়ই নানা ভাবে দই খেয়েছেন। এখন প্রশ্ন জাগে দইয়ে লবণ মেশালে শরীরে বেশি উপকার পাওয়া যায় নাকি গুড় ও চিনি মিশিয়ে খাওয়া বেশি উপকারী? আসুন এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছ থেকে জেনে নিই এ সম্পর্কে আসল সত্যি।

    MORE
    GALLERIES

  • 310

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    উত্তর প্রদেশের আলিগড় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সরোজ গৌতম বলেন, গরম থেকে আরাম পেতে দই খাওয়া হলেও দইয়ের প্রভাব গরম। এর প্রকৃতি অম্লীয় এবং এটি কোনও কিছু না মিশিয়ে খাওয়া উচিত নয়।

    MORE
    GALLERIES

  • 410

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    সাধারণ দই কিন্তু আমাদের রক্তকে দূষিত করতে পারে এবং এর ফলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। আয়ুর্বেদে পরিষ্কার বলা আছে যে রাতে দই এড়িয়ে চলা উচিত এবং প্রতিদিন খাওয়া উচিত নয়।

    MORE
    GALLERIES

  • 510

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    দইয়ে মুগ ডাল, মধু, ঘি, চিনি ও আমলা মিশিয়ে খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায় বলেও মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

    MORE
    GALLERIES

  • 610

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    লবণ বা চিনি দই যোগ করা উচিত?
    ডক্টর সরোজ গৌতমের মতে, আপনি মাঝে মাঝে লবণ মিশ্রিত দই খেতে পারেন, তবে তা সবসময় খাওয়া উচিত নয়। দইয়ের প্রভাব গরম এবং এতে বেশি লবণ যোগ করলে ত্বকের সমস্যা হতে পারে।

    MORE
    GALLERIES

  • 710

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    এই ভাবে দই খেলে চুল পড়া, চুল অকালে পেকে যাওয়া এবং ত্বকে ব্রণ হওয়ার মতো সমস্যা হতে পারে। তাই দইয়ে লবণ দেওয়া এড়িয়ে চলতে হবে।

    MORE
    GALLERIES

  • 810

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    অন্যদিকে, দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। দইয়ে চিনি মেশানো হলে এর প্রভাব ঠাণ্ডা হয় এবং এটি খেলে কোনও ক্ষতি হয় না। দইয়ে গুড় মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।

    MORE
    GALLERIES

  • 910

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    এক আয়ুর্বেদিক চিকিৎসকের মতে, দই লস্যি বানিয়ে তা পান করা গরমে খুবই উপকারী। দইয়ে চিনি মেশানো হলে এর প্রভাব ঠাণ্ডা হয় এবং তা খেলে তাপ থেকে আরাম পাওয়া যায়। সেই সঙ্গে শরীরে এনার্জি আসে এবং সতেজ ভাব আসে।

    MORE
    GALLERIES

  • 1010

    Curd With Salt Or Sugar: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

    তবে গরমকালে দই দিয়ে লস্যি বানিয়ে পান করলে শরীরও হাইড্রেটেড থাকে এবং জলের কোনও অভাব হয় না। তবে অতিরিক্ত সেবন পরিহার করতে হবে যাতে স্বাস্থ্যের উপর কোনও নেতিবাচক প্রভাব না পড়ে।

    MORE
    GALLERIES