TRENDING:

Viral News: বস্তা ভরা ১০ টাকার কয়েন, ছ‘ লক্ষ টাকার গাড়ি করে ফেললেন পছন্দ, তারপর...

Last Updated:

গাড়ির শোরুমের কর্মচারীরা সকলেই অবাক হয়ে যান৷ তিনি প্রমাণ করে দেন দশ টাকার কয়েন অচল নয়৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোয়েম্বাটুর: মানুষের কাছে টাকা পয়সার মূল্য অপরিসীম৷ তবে এখন মানুষ কয়েন রাখার চেয়ে নোট রাখতেই বেশি ভালবাসেন৷ কারণ কয়েনের ওজন অনেক হয় ফলে ওয়ালেটে তা খুব বেশি রাখাও যায় না৷ আবার খুব ভারিও হয়ে যায় পার্স৷ কিন্তু একজন ব্যক্তি এই পথে হাঁটার ধার ধারেন না৷ লোকে যেখানে ফেরতেও কয়েন নিতে চায় না সেখানে তিনি কয়েনেই লক্ষ লক্ষ টাকা জমিয়ে ফেলেছেন! তাঁর এই কয়েন জমানোর খবর সবেগে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়৷ এই ব্যক্তি কোয়েম্বাটুরের বাসিন্দা৷ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল নিউজ তিনি৷ এই ব্যক্তি ১০ টাকার হাজারা হাজার কয়েন নিয়ে ৬ লক্ষ টাকার গাড়ি কিনতে শোরুমে পৌঁছে যান৷ এই পুরো টাকাটাই তিনি ১০ টাকার কয়েনেই ছিল!
social media story man purchase car of 6 lakhs rupees using 10 rupees coins
social media story man purchase car of 6 lakhs rupees using 10 rupees coins
advertisement

ভাইরাল নিউজ তামিনাড়ুর ধর্মপুরীর৷ ১০ টাকার কয়েন  দিয়ে গাড়ি কেনার ব্যক্তির নাম বেত্রিবেল৷ তিনি অরুরের বাসিন্দা৷ তিনি দশ টাকার কয়েন বিভিন্ন বস্তায় ভরে গাড়ির শোরুমে পৌঁছন৷ তা দেখে শোরুমের কর্মচারীদের হুঁশ উড়ে যায়৷ বেত্রিবেল এই কাজ করার পিছনে কারণও বলেছেন৷

বেত্রিবেল  বলেছেন তিনি একটি স্কুল এবং একটি মেডিকেল স্টোর চালান৷ তাঁর মাও একটি ছোট দোকান চালান৷ l তাই প্রচুর মানুষ তাঁদের ১০ টাকা করে দেন৷ অনেকেই এভাবে খুচরোতে টাকা দেন৷ অনেক সময়েই আবার কেউ খুচরোতে কয়েন ফেরত নিতে চান না৷ এভাবেই তাঁদের কাছে দিনের পর দিন দশ টাকার কয়েন জমতে থেকেছে৷ বেত্রিবেল বলেছেন এই কারণেই এভাবে টাকা জমেছে তাঁদের৷

advertisement

আরও পড়ুন - Tea Lover: দিনে ৫০ থেকে ৬০ লিটার চা রোজই বিক্রি হয়ে যায়, এই ঠেকের চা একেব্বারে হিট

ব্যাঙ্কও এভাবে খুচরোর বদল দিতে অস্বীকার করেছে

বেত্রিবেল জানিয়েছেন তিনি এভাবে জমানো খুচরো নিয়ে সেখানেও গিয়েছিলেন সেখানেও তাঁর এই খুচরো ফেরত নিয়ে টাকা দিতে অস্বীকার করা হয়৷ প্রতিবেশীদের ছোটরাও তাঁদের এই খুচরো নিয়ে খেলা করে৷ তাদের যখন জিজ্ঞাসা করা হয় কেন এই টাকা নিয়ে খেলা  করছে তখন তারা বলে তাদের বাবা-মা জানিয়ে দিয়েছে এগুলো নিয়ে তারা খেলতেই পারে এগুলো কোনও কাজের নয়৷

advertisement

আরও পড়ুন - মোমোয় মজে পূর্ব বর্ধমান, একই দোকানে মিলছে ২০ স্বাদের তিব্বতি খাবার

শোরুমের মালিকও জানিয়ে দেন এভাবে তাঁরা টাকা নেব না

বেত্রিবল প্রায় এক মাস ধরে সমস্ত কয়েন এক করেন৷ তারপর গাড়ি কিনতে শোরুমে পৌঁছে যান৷ সেখানে গিয়ে প্রথমে তিনি গাড়ি পছন্দ করেন৷ তারপর শোরুম মালিককে কয়েনে গাড়ি কেনার টাকা দেবেন বলে জানান৷ প্রথমে দোকানদার রাজি হননি, কিন্তু পরে তিনি রাজি হয়ে যান এভাবে টাকা নিতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেত্রিবেল বলেন গাড়িতে কয়েন ভরে শোরুমে পৌঁছন৷ গাড়ি কিনতে তিনি বস্তা ভর্তি কয়েন খোলেন৷ গাড়ির শোরুমের কর্মচারীরা সকলেই অবাক হয়ে যান৷ তিনি প্রমাণ করে দেন দশ টাকার কয়েন অচল নয়৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বস্তা ভরা ১০ টাকার কয়েন, ছ‘ লক্ষ টাকার গাড়ি করে ফেললেন পছন্দ, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল