TRENDING:

Viral News: রোগই বদলে দিল ভাগ্য; বগলের লোমের ছবি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেন কানাডার যুবতী!

Last Updated:

Viral News: শরীরের লোমের ছবি বিক্রিই না কি জীবন-জীবিকা হয়ে উঠেছে কানাডার এক মহিলারা! হ্যাঁ, ঠিকই শুনেছেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টরন্টো: দৈনন্দিন জীবন চালাতে অর্থের প্রয়োজন। আর অর্থের প্রয়োজন মেটাতে দরকার চাকরি। কিন্তু এই বাজারে চাইলেই কি আর চাকরি পাওয়া যায়! আসলে আমরা প্রায় সকলেই জানি যে, আজকালকার চাকরির বাজার খুবই খারাপ। তাই রুজি-রুটির জন্য অদ্ভুত সব পন্থা বেছে নিচ্ছে মানুষ! কিন্তু কী সেই অদ্ভুত পন্থা? শরীরের লোমের ছবি বিক্রিই না কি জীবন-জীবিকা হয়ে উঠেছে কানাডার এক মহিলারা! হ্যাঁ, ঠিকই শুনেছেন (Viral News)!
রোগই বদলে দিল ভাগ্য; বগলের লোমের ছবি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেন কানাডার যুবতী!
রোগই বদলে দিল ভাগ্য; বগলের লোমের ছবি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেন কানাডার যুবতী!
advertisement

ওই মহিলা এভাবে শুধু ব্যবসাই করছেন না, তার সঙ্গে লক্ষ লক্ষ টাকা রোজগারও করছেন! সম্প্রতি এই ঘটনা সামনে আসায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-Optical Illusion: মাত্র ১ শতাংশ মানুষই পারবেন এই ছবির রহস্য উদ্ধার করতে! আপনিও কি আছেন সেই দলে?

সূত্রের খবর, কানাডার নিউ ব্রান্সউইকের (New Brunswick, Canada) বাসিন্দা ৩২ বছর বয়সী ক্যান্ডেস সিনথিয়া (Candace Cynthia) নামে ওই মহিলা এই ধরনের ব্যবসা করছেন। কিন্তু কীভাবে? জানা গিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় অনলি ফ্যানস সাবস্ক্রিপশন সাইটে নিজের শরীরের নানা অংশের লোমের ছবি বিক্রি করেন ওই মহিলা। আর তাঁর বগলের লোমের ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন গ্রাহকেরা। ওই ছবি তাঁরা প্রচুর অর্থ খরচ করে কিনে থাকেন। শুধু তা-ই নয়, ক্যান্ডেস একজন প্রাপ্তবয়স্ক মডেল। সেই কারণে তিনি তাঁর শরীরের গোপনাঙ্গের লোমের ছবিও বিক্রি করে থাকেন।

advertisement

এই প্রসঙ্গে ক্যান্ডেস জানিয়েছেন, তাঁর শরীরের অবাঞ্ছিত লোম দেখে বহু পুরুষই তাঁর থেকে দূরে সরে যেত। কিন্তু আবার এমন পুরুষও আছেন, যাঁরা শরীরের ওই লোম দেখতেই ভালবাসেন। আর তাঁরাই ক্যান্ডেসের লোমশ ছবির গ্রাহক। শুনলে অবাক হবেন, ক্যান্ডেস প্রতি মাসে নিজের লোমশ ছবি বিক্রি করে এক লক্ষ টাকা আয় করে থাকেন। এমনকী মাঝেমধ্যে এর বেশি পরিমাণ অর্থও আয় হয় তাঁর। বছরে ক্যান্ডেসের আয়ের পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকা।

advertisement

আরও পড়ুন-Viral News: ছোট একটা পরিত্যক্ত বাড়ি, কে জানত সেখানেই ডাঁই করে রাখা হত মরদেহ!

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

কিন্তু ক্যান্ডেস অর্থ উপার্জনের জন্য এমন ছবি বিক্রির সিদ্ধান্ত নিলেন কেন? জানা গিয়েছে, বছর চারেক আগে অর্থাৎ ২০১৮ সালে ক্যান্ডেস জানতে পারেন, নারকোলেপসি (narcolepsy)-তে আক্রান্ত তিনি। এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন যে, এই সমস্যায় আক্রান্ত রোগীরা সর্বদা ক্লান্তিবোধ করেন এবং তন্দ্রা অনুভব করেন। আর এই কারণে আক্রান্তদের শরীরে কাজ করার কোনও শক্তি বা সামর্থ্যও থাকে না। প্রথম অবস্থায় রোগের কথা শুনে কিছুটা হলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ক্যান্ডেস। এর পরেই তিনি সিদ্ধান্ত নেন যে, নিজের শরীরের শক্তিকে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন। তাই যেমন ভাবনা, তেমন কাজ। তখন থেকেই শরীরের লোম পরিষ্কার করা বন্ধ করে দেন ক্যান্ডেস। কিন্তু তার পর থেকে বাইরে বেরোলে লোমের জন্য অস্বস্তিতে পড়তে হতো ওই যুবতীকে। পরে অবশ্য ধীরে ধীরে পরিস্থিতি বদলায়। মানুষ তাঁকে গ্রহণ করতে শুরু করে। আর তিনিও তাতে অভ্যস্ত হয়ে পড়েন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের শরীরের লোম রীতিমতো ফ্লন্ট করেন ক্যান্ডেস। আর শুধু তা-ই নয়, ক্যান্ডেসের লোমশ ছবির জন্য পাগল পুরুষেরাও!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: রোগই বদলে দিল ভাগ্য; বগলের লোমের ছবি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেন কানাডার যুবতী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল