TRENDING:

Taj Mahal Viral: ভারতে দ্বিতীয় ‘তাজমহল’! মায়ের স্মৃতিতে কয়েক কোটি টাকা দিয়ে গড়লেন স্মৃতিসৌধ ছেলে

Last Updated:

Taj Mahal Viral: এবার তামিলনাড়ুর এক ব্যক্তিও ছোট একটি তাজমহল তৈরি করলেন, তাঁর মায়ের জন্য। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ‍্যে ‘তাজমহল’ তৈরি করেছিলেন। তারপর থেকে ভারতে ভালবাসার প্রতীক হিসাবে পরিচিত এই ‘স্মৃতিসৌধ’। কিন্তু এবার তামিলনাড়ুর এক ব্যক্তিও ছোট একটি তাজমহল তৈরি করলেন, তাঁর মায়ের জন্য। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই খবর।
মায়ের স্মৃতিতে কয়েক কোটি টাকা দিয়ে গড়লেন স্মৃতিসৌধ ছেলে
মায়ের স্মৃতিতে কয়েক কোটি টাকা দিয়ে গড়লেন স্মৃতিসৌধ ছেলে
advertisement

আরও পড়ুনঃ ছেলের মৃত‍্যুর প্রতিশোধে কুমিরের সঙ্গে যা করল পরিবার! হিংস্রতার নজির বিহারে

তামিলনাড়ুর তিরুভারুর জেলার অমরউদ্দিন শেখ তাঁর মা জেলানি বিবি স্মরণে এই তাজমহল তৈরি করেছেন। অসুস্থতার কারণে ২০২০ সালে, অমরউদ্দিনের মাতৃবিয়োগ হয়। তার স্মৃতিতে নির্মিত ভবনে মোট অর্থ ব্যয় হয় প্রায় পাঁচ কোটি।

advertisement

১৯৮৯ সালে, মাত্র এগারো বছর বয়সে বাবাকে হারান আমিরউদ্দিন। এরপর থেকে হার্ডওয়্যার দোকান চালিয়ে চার মেয়ে এবং এক ছেলেকে একা হাতে মানুষ করেন তাঁর মা। স্নাতক হওয়ার পর বর্তমানে চেন্নাইয়ে নিজের ব্যবসার কাজ করেন আমিরউদ্দিন। ২০২০ সালে মা মারা যাওয়ার পরই তাঁর স্মৃতিতে তাজমহলের আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন আমিরউদ্দিন। তিনি তার পৈতৃক গ্রাম আম্মায়িয়াপ্পানে এক একর জমি কিনেছিলেন। স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করার জন্য একজন নির্মাতা বন্ধুর সাহায‍্য নিয়ে নেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অমরউদ্দিন রাজস্থান থেকে মার্বেল সংগ্রহ করেছিলেন। দুই বছর ধরে ২০০-র বেশি শ্রমিক মিলে গড়ে তোলেন এই স্মৃতিসৌধ। অবশেষে, ২ জুন, জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মোচন করা হয়। এই তাজমহলের মধ্যে, বিভিন্ন ধর্মের ব্যক্তিদের জন্য আলাদা ধ্যান কেন্দ্র রয়েছে। প্রাঙ্গনে একটি মাদ্রাসা রয়েছে যেখানে দশজন ছাত্রের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Taj Mahal Viral: ভারতে দ্বিতীয় ‘তাজমহল’! মায়ের স্মৃতিতে কয়েক কোটি টাকা দিয়ে গড়লেন স্মৃতিসৌধ ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল