আরও পড়ুনঃ ছেলের মৃত্যুর প্রতিশোধে কুমিরের সঙ্গে যা করল পরিবার! হিংস্রতার নজির বিহারে
তামিলনাড়ুর তিরুভারুর জেলার অমরউদ্দিন শেখ তাঁর মা জেলানি বিবি স্মরণে এই তাজমহল তৈরি করেছেন। অসুস্থতার কারণে ২০২০ সালে, অমরউদ্দিনের মাতৃবিয়োগ হয়। তার স্মৃতিতে নির্মিত ভবনে মোট অর্থ ব্যয় হয় প্রায় পাঁচ কোটি।
advertisement
১৯৮৯ সালে, মাত্র এগারো বছর বয়সে বাবাকে হারান আমিরউদ্দিন। এরপর থেকে হার্ডওয়্যার দোকান চালিয়ে চার মেয়ে এবং এক ছেলেকে একা হাতে মানুষ করেন তাঁর মা। স্নাতক হওয়ার পর বর্তমানে চেন্নাইয়ে নিজের ব্যবসার কাজ করেন আমিরউদ্দিন। ২০২০ সালে মা মারা যাওয়ার পরই তাঁর স্মৃতিতে তাজমহলের আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন আমিরউদ্দিন। তিনি তার পৈতৃক গ্রাম আম্মায়িয়াপ্পানে এক একর জমি কিনেছিলেন। স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করার জন্য একজন নির্মাতা বন্ধুর সাহায্য নিয়ে নেয়।
অমরউদ্দিন রাজস্থান থেকে মার্বেল সংগ্রহ করেছিলেন। দুই বছর ধরে ২০০-র বেশি শ্রমিক মিলে গড়ে তোলেন এই স্মৃতিসৌধ। অবশেষে, ২ জুন, জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মোচন করা হয়। এই তাজমহলের মধ্যে, বিভিন্ন ধর্মের ব্যক্তিদের জন্য আলাদা ধ্যান কেন্দ্র রয়েছে। প্রাঙ্গনে একটি মাদ্রাসা রয়েছে যেখানে দশজন ছাত্রের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।