Crime news: ছেলের মৃত্যুর প্রতিশোধে কুমিরের সঙ্গে যা করল পরিবার! হিংস্রতার নজির বিহারে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime news: একটি কুমিরকে পিটিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ কুমিরটি জেলার খালসা ঘাটে গঙ্গার তীরে ১৪ বছর বয়সি একটি ছেলেকে হত্যা করেছে।
বিহারঃ ফের পশুহত্যার ঘটনা সামনে এল। ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে। একটি কুমিরকে পিটিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ কুমিরটি জেলার খালসা ঘাটে গঙ্গার তীরে ১৪ বছর বয়সি একটি ছেলেকে হত্যা করেছে।
সূত্রের খবর, সরীসৃপের আক্রমণে নিহত শিশুটির নাম অঙ্কিত কুমার। সে গোকুলপুর গ্রামের ধর্মেন্দ্র দাসের পুত্র। বিহারের বৈশালীর রাঘোপুর দিয়ারার পঞ্চম শ্রেণির ছাত্র অঙ্কিত কুমারের পরিবার একটি নতুন মোটরসাইকেল কিনেছিল। সেটিকে পুজো দেওয়ার করার জন্য গঙ্গাজল নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরা যখন নদীতে স্নান করছিল, তখন কুমির অঙ্কিতকে আক্রমণ করে, তাকে জলের নীচে টেনে নিয়ে যায় এবং জীবিত অবস্থায় খেয়ে ফেলে।
advertisement

advertisement
এক ঘন্টা পরে যখন পরিবার অঙ্কিতের দেহাংশ গঙ্গা থেকে বের করে আনে, তখন নদীর তীরে ভিড় জমে যায়। তারপর, পরিবার এবং লোকজন কুমিরটিকে লাঠি এবং রড দিয়ে মারতে শুরু করে। সরীসৃপটি মারা যাওয়া পর্যন্ত তাঁরা মারা থামায় না। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে বিশাল কুমিরটিকে একদল পুরুষ জল থেকে টেনে নিয়ে আসছে নদীর পারে। তারপরে লাঠি ও রড দিয়ে কুমিরটিকে মারতে যায়।
advertisement
খবর পেয়ে বন দফতরের আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তাঁরা জানান, কুমিরের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বৈশালী জেলার ফরেস্ট অফিসার, অমিতা রাজ সাংবাদিকদের বলেন ‘আমরা খবর পেয়েছি যে একটি কুমির মারা গেছে। কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করা হচ্ছে। বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
advertisement
নদীর জলের স্তর কম থাকায় ঘাটের কাছে কুমিরটি চলে এসেছিল, যার ফলে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি এফআইআর নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 12:30 PM IST