Summer Tour|| Hill Station: সৌন্দর্যের নতুন ঠিকানা! গরমে ঘুরে আসুন ‘এই’ হিল স্টেশনে, জুড়াবে শরীর ও মন
- Published by:Salmali Das
- local18
Last Updated:
গরমের ছুটিতে অনেকেই পাহাড়ে বেড়াতে যেতে চাইছেন। সেক্ষেত্রে উত্তরাখণ্ড হতে পারে সেরা ঠিকানা। এই রাজ্যের পিথোরাগড় জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
মুন্সিয়ারি: বিশ্ব বিখ্যাত পর্যটন কেন্দ্র মুন্সিয়ারি। গরমে ভিড় উপচে পড়ে এই এলাকায়। হিমালয়ের কোলে অবস্থিত মুন্সিয়ারি থেকে পঞ্চচুলি পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। মুন্সিয়ারিতেই আছে খালিয়া টপ, যা ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। রয়েছে মিলম হিমবাহ। এর নিকটতম রেলওয়ে স্টেশন হল হলদ্বানির কাঠগোদাম। সেখানে থেকে ট্যাক্সিতে ২৮০ কিলোমিটার পাড়ি দিতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চণ্ডক: হিমালয়ের কোলে সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত চণ্ডক একটি সুন্দর ধর্মীয় পর্যটন স্থান। এখান থেকে হিমালয় পর্বতশৃঙ্গের চমৎকার দৃশ্য দেখা যায়। এখানেই দেবী দুর্গা অসুরদের বধ করেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস। দেবী যে স্থানে চণ্ড অসুরকে বধ করেছিলেন সেই স্থানটি চণ্ডক নামে পরিচিত এবং যে স্থানে মুণ্ডকে বধ করেছিলেন সেটি মড় নামে পরিচিত। দ্বাপরে পাণ্ডবরা বনবাসের দিন কাটিয়েছিলেন এখানে।
advertisement
advertisement