TRENDING:

মহাকুম্ভ থেকে ফিরে স্ত্রীর ঘরে গেলেন স্বামী, দরজা 'হাট' করে খোলা! কিন্তু এ কী...! দেখে 'জ্ঞান' হারালেন স্বামী

Last Updated:

Charkhi Dadri News: মহাকুম্ভ থেকে ফিরে স্বামীর সামনে যা ঘটল, তা দেখে অজ্ঞান হলেন তিনি! স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য! জানলে শিউরে উঠবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চরখি দাদরি: মহাকুম্ভ স্নান সেরে বাড়ি ফিরেছিলেন পূজা, কিন্তু সে যাত্রাই যে তাঁর জীবনের শেষ সফর হবে, তা কে জানত! শুক্রবার কুম্ভে পুণ্যস্নান সেরে পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু বাড়ির লাগেজ নামানোর সময় আচমকাই ছাদের ঘরের দিকে উঠে যান। কিছুক্ষণ পর যখন তাঁর স্বামী সেখানে পৌঁছান, তখন দেখেন, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন পূজা।
মহাকুম্ভ স্নান সেরে বাড়ি ফিরেছিলেন পূজা, কিন্তু সে যাত্রাই যে তাঁর জীবনের শেষ সফর হবে, তা কে জানত! শুক্রবার কুম্ভে পুণ্যস্নান সেরে পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু বাড়ির লাগেজ নামানোর সময় আচমকাই ছাদের ঘরের দিকে উঠে যান। কিছুক্ষণ পর যখন তাঁর স্বামী সেখানে পৌঁছান, তখন দেখেন, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন পূজা।
মহাকুম্ভ স্নান সেরে বাড়ি ফিরেছিলেন পূজা, কিন্তু সে যাত্রাই যে তাঁর জীবনের শেষ সফর হবে, তা কে জানত! শুক্রবার কুম্ভে পুণ্যস্নান সেরে পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু বাড়ির লাগেজ নামানোর সময় আচমকাই ছাদের ঘরের দিকে উঠে যান। কিছুক্ষণ পর যখন তাঁর স্বামী সেখানে পৌঁছান, তখন দেখেন, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন পূজা।
advertisement

গটগট করে থানায় ঢুকলেন IPS অফিসার! ‘হুকুম’ এল, বড়বাবু হঠাৎ দেখলেন অন্য জিনিস…ইউনিফর্মে ওটা কী? ঘুরল খেলা!

আরও পড়ুন- শিরা-ধমনীতে গেঁড়ে বসেছে ‘বদ’ কোলেস্টেরল…! ত্বকে এই ‘৭টি’ লক্ষণ দেখলে সতর্ক হন! নয়তো ‘হার্ট’ ফেল করবে

পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পূজার। কীভাবে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে। তবে কীভাবে বা কেন বিষ গেল তাঁর শরীরে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

advertisement

৩ দিন প্রথম স্ত্রীকে, তারপর দ্বিতীয় স্ত্রীকে…! আর একদিন ‘ছুটি’ পান স্বামী…দাম্পত্যের অবাক ‘ভাগ’ প্রকাশ্যে!

আরও পড়ুন- ট্রেনের AC কামরায় চড়েছিলেন দম্পতি, সন্তানদের সামনে এ কী ‘নোংরামি’…! রেলকর্মীরা দেখে ফেলতেই…ছিঃ!

জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি স্বামী অশোক, শ্বশুর হরিরাম, দেওর বিকাশ, জা এবং বোনের সঙ্গে মহাকুম্ভ স্নানে গিয়েছিলেন পূজা। প্রায় এক সপ্তাহ পর শুক্রবার তাঁরা বাড়ি ফেরেন। তখন বাড়ির সকলে গাড়ি থেকে জিনিসপত্র নামানোর কাজ করছিলেন। এই ফাঁকে পূজা ছাদের ঘরে যান।

advertisement

ঝকঝকে ত্বকে আলো খেলবে! একঢাল ‘ঘন’ চুল…! কোন ‘ভিটামিন’ ঘরে রাখবেন? জানলেই সৌন্দর্য হাতের মুঠোয়!

কিছুক্ষণ পর স্বামী অশোক সেখানে গিয়ে দেখেন, পূজা বমি করছেন। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের লোকজনকে ডাকেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

advertisement

মহাকুম্ভ স্নান সেরে বাড়ি ফিরেই রহস্যজনকভাবে গৃহবধূর! মৃত্যুপূজা ভুলবশত কোনও বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিলেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আপাতত দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন- ট্রেনে বসে দাপটের সঙ্গে কথা বলছিলেন ‘অফিসার’, TTE এসে জিজ্ঞেস করলেন ‘আপনি কে…?’ এর পরই সাংঘাতিক কাণ্ড!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে পৌঁছয় পুলিশ। তদন্তকারী আধিকারিক ববিতা জানান, মৃত পূজা বাওয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার বয়ান রেকর্ড করা হয়েছে। বাবা সতবীর জানিয়েছেন, পূজা ভুলবশত কোনও বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিলেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে আপাতত দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মহাকুম্ভ থেকে ফিরে স্ত্রীর ঘরে গেলেন স্বামী, দরজা 'হাট' করে খোলা! কিন্তু এ কী...! দেখে 'জ্ঞান' হারালেন স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল