আরও পড়ুন: ফের শাসনের নামে নিষ্ঠুরতা, সল্টলেকের বেসরকারি স্কুল দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ
এই পরিস্থিতির পরিবর্তম এবার আপনি নিজেই করতে পারবেন ৷ হিন্দু শাস্ত্রের উপর লেখা একাধিক প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে অর্থৈনিতক সমস্যা চলাকালীন যদি নিয়মিত কুবের মন্ত্র পাঠ করা যায় তাহলে সহজেই মিলবে সমাধান ৷
advertisement
আরও পড়ুন: অবশেষে কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন
কুবের হলেন ধনের দেবতা। বিশ্বাস করা হয় যে এই মন্ত্রে নিয়মিত বিশ্বাসের সঙ্গে পাঠ করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে মনও শান্ত হয়। এছাড়া কুবেরের মন্ত্র পাঠ করার পাশাপাশি শিবের পুজো করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে একেবারেই সময় লাগে না। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা যায় কমে ৷ টাকা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে ৷
আরও পড়ুন: শক্তি হারাল নিম্নচাপ, দেখে নিন গতকাল থেকে কোথায় কত বৃষ্টি হল
দিনের যে কোনও সময় এই মন্ত্র পাঠ করা যেতে পারে। তবে বিকাল এবং রাতের বেলা করলে বেশি উপকার পাওয়া যায়। তবে ধনতেরাস, কালি পূজা, অক্ষয় তৃতীয়ায় এই মন্ত্র পাঠ করলে বেশি উপকার পাওয়া যায় ৷