অবশেষে কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন

Last Updated:

অবশেষে ঘোষিত শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ

#কলকাতা: নিয়োগ জট ছাড়িয়ে অগ্রসর হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ মামলার ফাঁসে আটকে পড়া শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ অবশেষে প্রকাশিত ৷ নয়া বিজ্ঞপ্তি জারি করে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক অর্থাৎ সহকারি শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের পরিবর্তিত দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন ৷
মেধাতালিকার বিতর্ক কাটিয়ে প্যানেলে থাকা পরীক্ষার্থীদের জন্য আগামী ২৬ জুলাই কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেছে এসএসসি ৷ এর আগে ১৬ জুলাই থেকে কাউন্সেলিং শুরুর কথা ছিল ৷
এর আগে মেধাতালিকা প্রকাশের আগেই উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের ডাক দিয়ে বির্তকে জড়িয়েছিল এসএসসি ৷ হাইকোর্টে শুনানিতে বিচারপতি শরাফের মন্তব্য, ‘মেধাতালিকা প্রকাশ না করে কিভাবে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে! চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই কাউন্সেলিংয়ে ডাকতে পারে কমিশন ৷ তা না করে নিয়মভঙ্গ করেছে SSC ৷’
advertisement
advertisement
আরও পড়ুন
কমিশনের নিয়ম অনুযায়ী, এসএসসি-র ১২ নম্বর ধারায় বলা হয়েছে, আগে চূড়ান্ত মেধাতালিকা পিডিএফ ফর্ম্যাটে প্রকাশ করতে হবে ৷ তারপরই, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে ৷ মেধাতালিকা প্রকাশ না হওয়া অবধি কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷ কোর্টের নির্দেশ মতো ১৬ জুলাই মেধাতালিকা প্রকাশ করে কমিশন ৷ এরপরই সবুজ সঙ্কেত পেয়ে এইদিন কাউন্সেলিংয়ের জন্য পরিবর্তিত দিন ঘোষণা করল এসএসসি ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement