সোশ্যাল মিডিয়া খুললেই এখন পুষ্পার গানে রিল চোখে পড়বে। প্রত্যেকটি গানের স্টেপই জনপ্রিয়। এই গানের তালেই এবার সোশ্যাল মিডিয়া মাতালেন পর্তুগিজ বাবা-মেয়ে। শ্রীবল্লীর তালে এক ব্যক্তি ও তাঁর শিশুকন্যাকে নাচতে দেখা যায়, বলা ভালো হুক স্টেপ ফলো করতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় @pabloeveronicaoficial নামের অ্যাকাউন্ট থেকে। ক্যাপশনে লেখা যারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের ভিডিও ফলো করেন তাঁদের জন্য চুমু। এর আগেও এই ২ জনকে একাধিক গানের স্টেপ ফলো করতে দেখা যায় কিন্তু এই ভিডিওটি আপলোডের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়।
advertisement
আরও পড়ুন : ২০০ বছরেরও প্রাচীন ৬৮০ টাকা কেজি মালাই পান খেতে যেতে হবে লখনউয়ে, দেখুন তৈরির লোভনীয় পদ্ধতি
অনেকেই তাঁদের এই নাচের প্রশাংসা জানায়। কেউ লেখে একদম পারফেক্ট হয়েছে, তো কেউ লেখে দুর্দান্ত। অনেকে আবার কমেন্ট করে বাচ্চা মেয়েটি দারুণ করেছে।
আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের কারণে বাড়ছে মহিলাদের স্তনের আকার! চাঞ্চল্যকর দাবিতে শোরগোল!
এই গানের হুক স্টেপ ফলো করে সম্প্রতি নাচতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারকে (David Warner)। ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন। তাঁর ভিডিওটিও ভাইরাল হয়। তিনি শুধু পুষ্পার শ্রীবল্লী নয়, আগে রশ্মিকা মন্দানার গানের তালে নাচতে দেখা যায় তাঁর মেয়েদেরও। ভারতীয় সিনেমার গানের প্রতি তাঁর ভালোবাসা দেখে উদ্বুদ্ধ অনেকেই। নেটিজেনরাও এই ভিডিওগুলির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছে।
আরও পড়ুন : বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ১২৫টি বিষধর সাপ! পরিণতি হল ভয়ঙ্কর!
শুধু শ্রীবল্লীই নয়, পুষ্পার ও আন্তাভাও (Oo Antava) ট্রেন্ডিংয়ে আছে। নাচের তালে সম্প্রতি লিপ দিতে দেখা যায় নেহা কক্কর (Neha Kakkar) থেকে কমেডি ক্যুইন ভারতী সিংকে (Bharti Singh)। হুক স্টেপ ফলো করে রিল বানান বিগ বস (Bigg Boss) খ্যাত উরফি জাভেদও (Urfi Javed)।