ছোট থেকেই মহম্মদ রফির ফ্যান মুজাফফর। প্রাতিষ্ঠানিক তালিম না থাকলেও শুধুমাত্র ভালোবাসা, ইচ্ছে আর অধ্যাবসায়ের জেরে মোহম্মদ রফির গানের বই কিনে, রেডিওতে শুনে বাড়িতে নিজে নিজেই তালিম দিতেন তিনি। সেই থেকেই শুরু গান গাওয়ার এই পথ।
advertisement
তবে জানা যায়, এক সময় এই বিখ্যাত গায়কের গান গেয়েই সংসার চালাতেন। এখন সাংসারিক দায়িত্ব সামলাতে বাড়তি অর্থ উপার্জনের জন্য টোটো চালালেও গান থেকে সরে আসেননি। বরং, টোটোর মধ্যে মাইক লাগিয়ে টোটো চালাতে চালাতে মহম্মদ রফির নানা হিট গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন দেন।
এতে আয় হয় ভাল। এমনটাই নিজের মুখে জানালেন মোজাফফর বাবু। তাঁর আসল নাম মোজাফফর মোহম্মদ হলেও এলাকার সকলের কাছে তিনি মোহম্মদ রফি নামেই পরিচিত। রোজ সকালে উঠে মোড়ের মাথায় গিয়ে টোটোর সামনে দাঁড়িয়ে মহম্মদ রফির গলায় গান গাওয়া শুরু করেন। তার গানেই ঘুম ভাঙে অনেকের। প্রত্যেকদিন মোহম্মদ রফির গানের সুর শুনেই এলাকাবাসী বুঝে যান যে, মুজাফফর মহম্মদ এবার টোটো চালানোর জন্য প্রস্তুত!
সুরজিৎ দে





