TRENDING:

Jalpaiguri News: হুবহু রফির কণ্ঠে গান গেয়ে 'ভাইরাল' টোটোচালক, টোটোর যাত্রীদের গান শোনানোই নেশা!

Last Updated:

Jalpaiguri News: ডুয়ার্স ঘুরতে এসে মহম্মদ রফির গান শুনতে হলে উঠতেই হবে এই টোটোতে! অবাক হচ্ছেন তো? এই টোটোতে উঠে মহম্মদ রফির বিখ্যাত মন জুড়ানো গান শুনে অবাক এবং মুগ্ধ হোন প্রত্যেক যাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ডুয়ার্স ঘুরতে এসে মহম্মদ রফির গান শুনতে হলে উঠতেই হবে এই টোটোতে! অবাক হচ্ছেন তো? এই টোটোতে উঠে মহম্মদ রফির বিখ্যাত মন জুড়ানো গান শুনে অবাক এবং মুগ্ধ হোন প্রত্যেক যাত্রী। পেশায় টোটো চালক হলেও নেশায় তিনি গায়ক। আর এভাবেই এলাকার প্রত্যেকের মন জয় করে নিয়েছেন ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ির চুইয়া বস্তির বাসিন্দা ৫৫ বছর বয়সি মুজাফফর মহম্মদ।
advertisement

ছোট থেকেই মহম্মদ রফির ফ্যান মুজাফফর। প্রাতিষ্ঠানিক তালিম না থাকলেও শুধুমাত্র ভালোবাসা, ইচ্ছে আর অধ্যাবসায়ের জেরে মোহম্মদ রফির গানের বই কিনে, রেডিওতে শুনে বাড়িতে নিজে নিজেই তালিম দিতেন তিনি। সেই থেকেই শুরু গান গাওয়ার এই পথ।

আরও পড়ুন: OYO-তে রুম চাই…? সমস্ত ‘ওয়ো’ হোটেলই কি ‘আনম্যারেড’ দম্পতিদের ‘না’ বলছে? জানুন সম্পূর্ণ ‘গাইডলাইন্স’! নইলে হবে ‘ভুল’

advertisement

তবে জানা যায়, এক সময় এই বিখ্যাত গায়কের গান গেয়েই সংসার চালাতেন। এখন সাংসারিক দায়িত্ব সামলাতে বাড়তি অর্থ উপার্জনের জন্য টোটো চালালেও গান থেকে সরে আসেননি। বরং, টোটোর মধ্যে মাইক লাগিয়ে টোটো চালাতে চালাতে মহম্মদ রফির নানা হিট গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন দেন।

View More

আরও পড়ুন: তেড়ে আসছে ‘নতুন’ ঝঞ্ঝা…! ১১ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! ১২ জানুয়ারি আবহাওয়ার বড় হুঁশিয়ারি, কী হবে বাংলায়? জানাল IMD

advertisement

এতে আয়  হয় ভাল। এমনটাই নিজের মুখে জানালেন মোজাফফর বাবু। তাঁর আসল নাম মোজাফফর মোহম্মদ হলেও এলাকার সকলের কাছে তিনি মোহম্মদ রফি নামেই পরিচিত। রোজ সকালে উঠে মোড়ের মাথায় গিয়ে টোটোর সামনে দাঁড়িয়ে মহম্মদ রফির গলায় গান গাওয়া শুরু করেন। তার গানেই ঘুম ভাঙে অনেকের। প্রত্যেকদিন মোহম্মদ রফির গানের সুর শুনেই এলাকাবাসী বুঝে যান যে,  মুজাফফর মহম্মদ এবার টোটো চালানোর জন্য প্রস্তুত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Jalpaiguri News: হুবহু রফির কণ্ঠে গান গেয়ে 'ভাইরাল' টোটোচালক, টোটোর যাত্রীদের গান শোনানোই নেশা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল