OYO Room Rules: OYO-তে রুম চাই...? সমস্ত 'ওয়ো' হোটেলই কি 'আনম্যারেড' দম্পতিদের 'না' বলছে? জানুন সম্পূর্ণ 'গাইডলাইন্স'! নইলে হবে 'ভুল'
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
OYO Room Rules: সমস্ত OYO হোটেল কি অবিবাহিত দম্পতিদের না বলছে? আপনি কি আদৌ জানেন দেশের অলিগলিতে ছড়িয়ে থাকা ওয়ো হোটেলে চেক ইন করার জন্য কতটা নিরাপদ। জানেন তাদের জন্য কী কী নিয়মে বদল হল? কী বলছে ওয়ো হোটেলের নতুন গাইডলাইন্স। জানুন স্পষ্ট ভাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কালো তালিকাভুক্ত হোটেল:
OYO প্যান-ভারত উদ্যোগ শুরু করেছে। যার মধ্যে অংশীদার হোটেলগুলি এবং পুলিশও জড়িত। এই উদ্যোগের মাধ্যমে, এটি এমন হোটেলগুলিকে 'কালো' তালিকাভুক্ত করছে যেগুলি অনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করছে, অন্যায় ভাবে OYO ব্র্যান্ডিং ব্যবহার করে চলেছে। এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও এই উদ্যোগ।
OYO প্যান-ভারত উদ্যোগ শুরু করেছে। যার মধ্যে অংশীদার হোটেলগুলি এবং পুলিশও জড়িত। এই উদ্যোগের মাধ্যমে, এটি এমন হোটেলগুলিকে 'কালো' তালিকাভুক্ত করছে যেগুলি অনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করছে, অন্যায় ভাবে OYO ব্র্যান্ডিং ব্যবহার করে চলেছে। এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও এই উদ্যোগ।
advertisement
তাই আগামী দিনে আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে 'ওয়ো' হোটেলে যান, তাহলে প্রথমে নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ কম মূল্যের লোভে পরে OYO হোটেলে রুম বুক করেন কিন্তু এক্ষেত্রে অনেক সময় আপনাকে অনেক নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই নিয়ম ও নিরাপত্তা সংক্রান্ত সাবধানতা নিয়ে ওয়াকিব হাল থাকা জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement