TRENDING:

বার বার 'বন্ধু'কে ফোন করতেন স্ত্রী, এলে একই ঘরে থাকতেন! স্বামী একদিন দরজা খুলতেই...শিউরে উঠবেন জানলে!

Last Updated:

বন্ধুর প্রতি এতটাই মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি যে সংসার ছেড়ে তাঁর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। স্বামীকে সরাসরি জানিয়ে দেন, ‘তুমি আবার বিয়ে করে নাও, আমি বন্ধুর সঙ্গেই থাকব।’ তার পর যা হল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরেলি: দীর্ঘদিন ধরে গৃহবধূ স্বাতীর বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বন্ধুর প্রতি এতটাই মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি যে সংসার ছেড়ে তাঁর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। স্বামীকে সরাসরি জানিয়ে দেন, ‘তুমি আবার বিয়ে করে নাও, আমি বন্ধুর সঙ্গেই থাকব।’ এই টানাপড়েনের মধ্যেই সন্ধ্যায় নিজ ঘরেই স্বাতীর মৃতদেহ উদ্ধার হয়। স্বামীর অভিযোগের ভিত্তিতে তাঁর বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
স্বামীকে সরাসরি জানিয়ে দেন, ‘তুমি আবার বিয়ে করে নাও, আমি বন্ধুর সঙ্গেই থাকব।’ এই টানাপোড়েনের মধ্যেই সন্ধ্যায় নিজ ঘরেই স্বাতীর মৃতদেহ উদ্ধার হয়। স্বামীর অভিযোগের ভিত্তিতে তাঁর বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 
স্বামীকে সরাসরি জানিয়ে দেন, ‘তুমি আবার বিয়ে করে নাও, আমি বন্ধুর সঙ্গেই থাকব।’ এই টানাপোড়েনের মধ্যেই সন্ধ্যায় নিজ ঘরেই স্বাতীর মৃতদেহ উদ্ধার হয়। স্বামীর অভিযোগের ভিত্তিতে তাঁর বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 
advertisement

আরও পড়ুন- ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ফোন, প্রেমঘন স্বরে বললেন, ‘রাতে তুমি একবার…’ খুশি মনে এলেন স্বামী, তার পর?

বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে? দোলের আগে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট

বন্ধুত্ব থেকে প্রেম, তারপর মন্দিরে বিয়ে!

বানজারিয়া গ্রামের রাজকুমার সিংহের সঙ্গে প্রায় ৯ বছর আগে বিয়ে হয়েছিল স্বাতীর। রাজকুমার কৃষিকাজ করেন, আর স্বাতী বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। দেড় বছর আগে এক তরুণী সেলাই শেখার জন্য স্বাতীর কাছে আসতে শুরু করেন। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গভীর হয়। একসঙ্গে রিল ভিডিও বানানো, বেড়াতে যাওয়া, সময় কাটানো— এই সম্পর্ক ক্রমশ প্রেমের দিকে এগোতে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্বাতী সংসার ও সন্তানকেও অবহেলা করতে শুরু করেন। স্বামী রাজকুমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি শোনেননি। এমনকি, তিনি ও তাঁর বান্ধবী মন্দিরে গোপনে বিয়েও সেরে ফেলেন।

advertisement

‘সুপারফুড’ হলেও অত্যন্ত বিপজ্জনক এই সবুজ শাক! ‘অক্সালেট’ থাকে, বেশি খেলেই ঝাঁঝরা হবে কিডনি!

ধুলো পড়ে ‘বেহাল’ সিলিং ফ্যান? ‘মই’ ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন…ঝড়ের মতো হাওয়া পাবেন!

স্বামীকে হুমকি বন্ধুর পরিবারের, তার পর ভয়ঙ্কর পরিণতি—

advertisement

রাজকুমার জানিয়েছেন, ‘আমি যখন স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হই, তখন তাঁর বন্ধুর বাড়িতে গিয়ে বিষয়টি তাঁদের পরিবারকে জানাই। কিন্তু ওরা আমার সঙ্গে সহযোগিতা করার বদলে আমাকেই হুমকি দেয়।’ উত্তরপ্রদেশের বেরেলি জেলার শীশগড় থানার বানজারিয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

সন্ধ্যায় রাজকুমার যখন কাজ থেকে বাড়ি ফেরেন, তখন তাঁর মেয়ে বাইরে খেলছিল। ঘরে ঢুকে স্ত্রীর খোঁজ করতে গিয়ে সেলাইঘরের দরজা খুলতেই স্তম্ভিত হয়ে যান তিনি— ঘরের মধ্যে স্ত্রীর নিথর দেহ পড়ে আছে!

advertisement

ওয়েটিং ‘টিকিট’? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে…জেনে নিন!

মেয়েও মাকে বলত, ‘বাবার কাছে থাকো’— 

রাজকুমার আরও বলেন, ‘আমার আট বছরের মেয়েও মাকে বলত, “তুমি কাকিমার কাছে যেও না, বাবার কাছে থাকো।” কিন্তু স্ত্রী কোনও কথাই শুনছিল না। এমনকি, সংসার ছাড়তে রাজি ছিলেন না, কিন্তু সন্তানকেও নিজের দায়িত্বে নিতে চাননি। আমাকে বলেছিলেন, আমি যেন অন্য কাউকে বিয়ে করি।’

advertisement

তদন্ত শুরু পুলিশের, স্বামীর অভিযোগে মামলা—

এই ঘটনায় স্বাতীর বাবাও স্বীকার করেছেন যে তাঁরা মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারও কথা শোনেননি। মন্দিরে গিয়ে বান্ধবীর সঙ্গে গোপনে বিয়ে করেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শীশগড় থানার পুলিশ জানিয়েছে, রাজকুমারের অভিযোগের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার অরুণ কুমার জানিয়েছেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বার বার 'বন্ধু'কে ফোন করতেন স্ত্রী, এলে একই ঘরে থাকতেন! স্বামী একদিন দরজা খুলতেই...শিউরে উঠবেন জানলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল