বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে? দোলের আগে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট
বন্ধুত্ব থেকে প্রেম, তারপর মন্দিরে বিয়ে!
বানজারিয়া গ্রামের রাজকুমার সিংহের সঙ্গে প্রায় ৯ বছর আগে বিয়ে হয়েছিল স্বাতীর। রাজকুমার কৃষিকাজ করেন, আর স্বাতী বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। দেড় বছর আগে এক তরুণী সেলাই শেখার জন্য স্বাতীর কাছে আসতে শুরু করেন। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গভীর হয়। একসঙ্গে রিল ভিডিও বানানো, বেড়াতে যাওয়া, সময় কাটানো— এই সম্পর্ক ক্রমশ প্রেমের দিকে এগোতে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্বাতী সংসার ও সন্তানকেও অবহেলা করতে শুরু করেন। স্বামী রাজকুমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি শোনেননি। এমনকি, তিনি ও তাঁর বান্ধবী মন্দিরে গোপনে বিয়েও সেরে ফেলেন।
advertisement
‘সুপারফুড’ হলেও অত্যন্ত বিপজ্জনক এই সবুজ শাক! ‘অক্সালেট’ থাকে, বেশি খেলেই ঝাঁঝরা হবে কিডনি!
ধুলো পড়ে ‘বেহাল’ সিলিং ফ্যান? ‘মই’ ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন…ঝড়ের মতো হাওয়া পাবেন!
স্বামীকে হুমকি বন্ধুর পরিবারের, তার পর ভয়ঙ্কর পরিণতি—
রাজকুমার জানিয়েছেন, ‘আমি যখন স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হই, তখন তাঁর বন্ধুর বাড়িতে গিয়ে বিষয়টি তাঁদের পরিবারকে জানাই। কিন্তু ওরা আমার সঙ্গে সহযোগিতা করার বদলে আমাকেই হুমকি দেয়।’ উত্তরপ্রদেশের বেরেলি জেলার শীশগড় থানার বানজারিয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
সন্ধ্যায় রাজকুমার যখন কাজ থেকে বাড়ি ফেরেন, তখন তাঁর মেয়ে বাইরে খেলছিল। ঘরে ঢুকে স্ত্রীর খোঁজ করতে গিয়ে সেলাইঘরের দরজা খুলতেই স্তম্ভিত হয়ে যান তিনি— ঘরের মধ্যে স্ত্রীর নিথর দেহ পড়ে আছে!
ওয়েটিং ‘টিকিট’? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে…জেনে নিন!
মেয়েও মাকে বলত, ‘বাবার কাছে থাকো’—
রাজকুমার আরও বলেন, ‘আমার আট বছরের মেয়েও মাকে বলত, “তুমি কাকিমার কাছে যেও না, বাবার কাছে থাকো।” কিন্তু স্ত্রী কোনও কথাই শুনছিল না। এমনকি, সংসার ছাড়তে রাজি ছিলেন না, কিন্তু সন্তানকেও নিজের দায়িত্বে নিতে চাননি। আমাকে বলেছিলেন, আমি যেন অন্য কাউকে বিয়ে করি।’
তদন্ত শুরু পুলিশের, স্বামীর অভিযোগে মামলা—
এই ঘটনায় স্বাতীর বাবাও স্বীকার করেছেন যে তাঁরা মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারও কথা শোনেননি। মন্দিরে গিয়ে বান্ধবীর সঙ্গে গোপনে বিয়ে করেন তিনি।
শীশগড় থানার পুলিশ জানিয়েছে, রাজকুমারের অভিযোগের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার অরুণ কুমার জানিয়েছেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’