ঘটনাটি ঘটে যখন টিমটি বিশেষ যন্ত্র বসানো গাড়ি ও ক্যামেরার সাহায্যে রাতে রাস্তার ম্যাপিং করছিল, এনডিটিভি জানিয়েছে।
কর্মীরা এলাকার সঠিক ম্যাপ গুগল ম্যাপসে প্রদর্শনের জন্য রাস্তার ছবি তুলছিলেন। কিন্তু এটি গ্রামবাসীদের সন্দেহ জাগায়। তারা ভেবেছিল গাড়ি ও কর্মীরা আসলে চুরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে।
advertisement
কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা টিমের গাড়ি ঘিরে ফেলে এবং জেরা শুরু করে। পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে মারধরে পরিণত হয়।
আরও পড়ুন: ২ পাতার জেরক্সের জন্য খরচ ৪০০০ টাকা! ফের পঞ্চায়েতের দুর্নীতি প্রকাশ্যে…
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসী ও গুগল টিম উভয়কেই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন জরিপ টিম পুলিশ ও গ্রামবাসীদের জানায় যে তারা চোর নয়, বরং গ্রামের মানচিত্র তৈরির কাজ করতে এসেছে।
শেষ পর্যন্ত গ্রামবাসীরা বিষয়টি মেনে নেয় এবং শান্ত হয়।
একজন গুগল কর্মী এনডিটিভিকে বলেন, “আমার টিম ও আমি গ্রামের ম্যাপিং করতে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে গ্রামবাসীরা আমাদের মারধর করে। আমরা ডিপিজি থেকে অনুমতি নিয়েই জরিপ করেছিলাম।”
গ্রামবাসীদের দাবি, সম্প্রতি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটায় তারা সতর্ক ছিলেন এবং এজন্য সন্দেহ করেছিলেন।
জরিপ টিম গ্রামবাসীদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি।
কানপুর পুলিশ জানিয়েছে, “স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখতে পায় যে গুগল ম্যাপিংয়ের কাজ করা দল উপস্থিত আছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় নাগরিকদের শান্ত করে পাঠানো হয়েছে। কোনো আইন-শৃঙ্খলার সমস্যা নেই।”