Uttarakhand Landslide: উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস! গঙ্গোত্রী-যমুনোত্রী রুটে ২৩টি নতুন বিপজ্জনক এলাকা চিহ্নিত, জারি রেড অ্যালার্ট...

Last Updated:

Uttarakhand Landslide: উত্তরাখণ্ডে টানা বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাঁচজনের মৃত্যু ও বহু পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। গঙ্গোত্রী-যমুনোত্রী রুটে ২৩টি বিপজ্জনক অঞ্চল চিহ্নিত হয়েছে। প্রশাসন রেড অ্যালার্ট জারি করে ভ্রমণার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে...

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস! গঙ্গোত্রী-যমুনোত্রী রুটে ২৩টি নতুন বিপজ্জনক এলাকা চিহ্নিত, জারি রেড অ্যালার্ট...
উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস! গঙ্গোত্রী-যমুনোত্রী রুটে ২৩টি নতুন বিপজ্জনক এলাকা চিহ্নিত, জারি রেড অ্যালার্ট...
উত্তরাখণ্ড: অবিরাম বৃষ্টিপাতে উত্তরাখণ্ডের পরিস্থিতি ক্রমশই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। টানা বর্ষণে রাজ্যের জনজীবন সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে, বিভিন্ন জেলায় ঘটেছে ভূমিধস। শুক্রবার ভোরে ভারী বৃষ্টি ও মেঘভাঙার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সরকারি তথ্য অনুযায়ী, অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন। প্রায় ৩০ থেকে ৪০টি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
চামোলি, রুদ্রপ্রয়াগ, টেহরি এবং বাগেশ্বর জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুতর। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
advertisement
advertisement
এদিকে, টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গোত্রী ও যমুনোত্রী পথে মোট ২৩টি সক্রিয় বিপদ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ১৬টি বেশি। নতুনভাবে চিহ্নিত উচ্চ-ঝুঁকির অঞ্চলগুলির মধ্যে রয়েছে ধরাসু, নালুপানি, নালুনা এবং দবরানি।
উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শার্দুল গুসাইন জানিয়েছেন, জুলাই মাস থেকে অবিরাম বৃষ্টিপাত পুরোনো বিপজ্জনক স্থানগুলোকে পুনরায় সক্রিয় করেছে এবং একইসঙ্গে নতুন বিপজ্জনক অঞ্চলও তৈরি করেছে।
advertisement
তিনি আরও জানান, “গঙ্গোত্রী ন্যাশনাল হাইওয়ের ১২৮ কিমি দীর্ঘ পথে ১৫টি বিপদ অঞ্চল চিহ্নিত হয়েছে ধরাসু থেকে গঙ্গোত্রী পর্যন্ত, আর ধরাসু থেকে যমুনোত্রী পর্যন্ত ১০৫ কিমি দীর্ঘ হাইওয়েতে রয়েছে আটটি বিপদ অঞ্চল।”
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য বলেন, “ভারী বৃষ্টির কারণে নতুন ভূমিধস অঞ্চলগুলো সক্রিয় হয়ে উঠছে। বৃষ্টি কমলে আমরা সেসব এলাকায় সুরক্ষার কাজ শুরু করব। বর্তমানে আমাদের মূল অগ্রাধিকার বড় রাস্তা খুলে দেওয়া। আপাতত যমুনোত্রী এবং জঙ্গলছাট্টি সংলগ্ন রাস্তা বন্ধ রয়েছে, আর গঙ্গোত্রী রুটের হরশিলে কাজ চলছে।”
advertisement
সর্বশেষ ভূমিধসের পর প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণার্থীদের উদ্দেশে জানানো হয়েছে যে তারা যাত্রা শুরু করার আগে অবশ্যই রাস্তার অবস্থা দেখে নেবেন এবং পুলিশ ও প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলবেন।
আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য বাগেশ্বর, চামোলি, দেরাদুন এবং রুদ্রপ্রয়াগ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Landslide: উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস! গঙ্গোত্রী-যমুনোত্রী রুটে ২৩টি নতুন বিপজ্জনক এলাকা চিহ্নিত, জারি রেড অ্যালার্ট...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement