Panchayat Corruption: ২ পাতার জেরক্সের জন্য খরচ ৪০০০ টাকা! ফের পঞ্চায়েতের দুর্নীতি প্রকাশ্যে...

Last Updated:

Panchayat Corruption: ফের প্রকাশ্যে পঞ্চায়েতের দুর্নীতি৷ এমনই একটি ঘটনা প্রকাশ্যে৷ দেখা গিয়েছে ২ পাতার জেরক্সের জন্য বিল করা হয়েছে ৪০০০ টাকা৷ প্রতিটি পাতা ২০০০ টাকা করে৷ জানুন সেই চমকে দেওয়া ঘটনা...

২ পাতার জেরক্সের জন্য খরচ ৪০০০ টাকা! পঞ্চায়েতের দুর্নীতি প্রকাশ্যে...
২ পাতার জেরক্সের জন্য খরচ ৪০০০ টাকা! পঞ্চায়েতের দুর্নীতি প্রকাশ্যে...
Panchayat Corruption: ভারতের পঞ্চায়েতের দুর্নীতি কোনও নতুন ঘটনা নয়৷ প্রায় রোজই কোনও না কোনও ঘটনা প্রকাশ্যে চলে আসে৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা৷ সেখানে দেখা গিয়েছে, মাত্র ২ পাতার জেরক্সের জন্য পঞ্চায়েতে বিল করা হয়েছে ৪০০০ টাকা৷
মধ্যপ্রদেশের শহডোল জেলায় এক বড় দুর্নীতির ঘটনা সামনে এসেছে। কুদ্রিরাম পঞ্চায়েত, যা জয়সিংহনগর পঞ্চায়েত সমিতি এবং শহডোল জেলা পরিষদের অন্তর্গত৷ সেখানে মাত্র দুই পাতার ফটোকপির জন্য ৪,০০০ টাকার বিল জারি করা হয়েছে। অভিযোগ, সরপঞ্চ এবং পঞ্চায়েত সেক্রেটারির যোগসাজশে এই ভুয়ো বিল অনুমোদিত হয়েছে। বিলের কপি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
বিলে দেখা যাচ্ছে, ‘রাজ ফটো কপি সেন্টার অ্যান্ড ডিজিটাল স্টুডিও’-র নামে মাত্র দুই পাতার জন্য ৪,০০০ টাকা চার্জ করা হয়েছে। প্রতি পাতার হিসাব দাঁড়িয়েছে ২,০০০ টাকা, যেখানে সাধারণত প্রতি পাতার ফটোকপির খরচ ১ থেকে ২ টাকা হয়। যদিও বিলে অন্যান্য সামগ্রীরও উল্লেখ আছে, কিন্তু ফটোকপির চার্জই মূল কেন্দ্রবিন্দু। আশ্চর্যজনকভাবে এই বিল পঞ্চায়েত দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
advertisement
এই ঘটনা শহডোল জেলায় একের পর এক দুর্নীতির নজিরের সঙ্গে যুক্ত হল। অভিযোগ উঠছে, গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করে জনগণের সেবার কাজ ব্যাহত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের ভুয়ো বিল পঞ্চায়েত স্তরে স্বচ্ছতার অভাব স্পষ্ট করে দিচ্ছে।
advertisement
এ প্রসঙ্গে শহডোল কালেক্টর কেদার সিং মন্তব্য করেছেন— “কোথাও একটা ভুল হয়েছে৷ সম্ভবত ২ টাকা লিখতে গিয়ে ভুল করে ২০০০ টাকা লেখা হয়েছে৷ কাজটি যে ভুল তা তো বটেই।” তবে তাঁর এই ব্যাখ্যা সাধারণ মানুষকে শান্ত করতে পারেনি।
প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং সমাজকর্মীরা ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন। যদিও জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও নিশ্চিত পদক্ষেপ নেওয়া হয়নি।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Panchayat Corruption: ২ পাতার জেরক্সের জন্য খরচ ৪০০০ টাকা! ফের পঞ্চায়েতের দুর্নীতি প্রকাশ্যে...
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement