GK Dog: বলুন তো, পৃথিবীতে মানুষ আগে এসেছিল না কুকুর? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
GK Dog: মানুষ না কুকুর—পৃথিবীতে আগে কে এসেছে এ প্রশ্ন বহুদিনের। গবেষণা বলছে নেকড়ে অর্থাৎ কুকুরের পূর্বপুরুষ মানুষ আসার কোটি বছর আগেই পৃথিবীতে ছিল। সহাবস্থান ও গৃহপালন এই সম্পর্ককে গড়ে তুলেছে, যা আজও অবিচ্ছেদ্য। বিস্তারিত জানুন...
advertisement
বিজ্ঞানীরা বলেন, মানুষের জন্মের বহু কোটি বছর আগেই কুকুরের পূর্বপুরুষ, অর্থাৎ নেকড়ে (Wolf), পৃথিবীতে এসেছিল। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-র গবেষণা অনুযায়ী, নেকড়ের সবচেয়ে পুরনো পূর্বপুরুষ Hesperocyon প্রায় ৪ কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত। আধুনিক বাদামী নেকড়ে, যেখান থেকে আজকের কুকুর এসেছে, তারা প্রায় ৮-১০ লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে বিকশিত হয়েছিল।
advertisement
অন্যদিকে, আধুনিক মানুষ (হোমো স্যাপিয়েন্স) আফ্রিকায় প্রায় ৩ লক্ষ বছর আগে উদ্ভূত হয়। তারও আগে হোমো ইরেক্টাস প্রজাতি প্রায় ২০ লক্ষ বছর আগে থেকে অস্তিত্বশীল ছিল। গবেষণা বলছে, কুকুরকে মানুষ পোষ মানাতে শুরু করে প্রায় ২০,০০০ থেকে ৪০,০০০ বছর আগে। জার্মানির এক জীবাশ্ম গবেষণায় দেখা যায়, প্রায় ১৪,০০০ বছর আগে একটি কুকুর মানুষের সঙ্গে বাস করত এবং মানুষের মতোই খাদ্যাভ্যাস ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অর্থনীতি ও নিরাপত্তায় ভূমিকা পোষা প্রাণী শিল্প – ভেটেরিনারি ডাক্তার, পেট ফুড, গ্রুমিং ইন্ডাস্ট্রি – বিলিয়ন ডলারের বাজার। কুকুর না থাকলে এটি ভেঙে পড়বে, বহু মানুষ বেকার হবে। এছাড়া কুকুরকে পুলিশ, সেনা, এয়ারপোর্ট ও নিরাপত্তায় ব্যবহার করা হয়। তাদের না থাকলে নিরাপত্তায় ঘাটতি তৈরি হবে এবং মানুষের ওপর ও প্রযুক্তির ওপর বেশি খরচ পড়বে।
advertisement
মানুষের সঙ্গী হিসেবে কুকুর কুকুর শুধু প্রাণী নয়, লাখো মানুষের জন্য পরিবারের সদস্য, মানসিক সমর্থন। তারা না থাকলে একাকীত্ব, দুঃখ, হতাশা ও উদ্বেগ বেড়ে যাবে। এছাড়া কুকুরের ওপর বহু বৈজ্ঞানিক গবেষণা হয়, বিশেষত ক্যানসার ও জেনেটিক রোগ নিয়ে, যা মানব চিকিৎসায়ও সাহায্য করে। কুকুর হারিয়ে গেলে এই গবেষণা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।