সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি উত্তরপত্রের ভিডিও। দাবি করা হয়েছে ওটি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষার্থীর। যদিও এর সত্যাসত্য নিউজ 18 খতিয়ে দেখেনি।
আরও পড়ুন- বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ৫ মে, আপনার ভাগ্যে রয়েছে কী- শুভ না অশুভ ফল?
তবে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মাতামাতি পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যায় একটি উত্তরপত্রের মাত্র একটি পাতায় কিছু উত্তর লিখেছেন পরীক্ষার্থী। তাও আবার কয়েকটি গান। সিনেমায় ব্যবহৃত গানের পংক্তি ব্যবহার করেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ওই পরীক্ষার্থী।
advertisement
ভিডিওটি দেখুন---> https://youtube.com/shorts/ssupeZppye8?feature=share
প্রথম প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন, ‘গিভ মি সাম সানশাইন/গিভ মি সাম রেন’। এটি আমির খান অভিনীত ছবি ‘থ্রি ইডিয়টস’-এর বিখ্যাত গান।
দ্বিতীয় প্রশ্নের উত্তরে অবশ্য কোনও গান নয়, নিজের মনের কথা লিখেছেন ওই পরীক্ষার্থী। তিনি লিখেছেন, "আপনি একজন অসাধারণ শিক্ষক। এটা আমারই দোষ যে আমি মোটেও পরিশ্রম করিনি। ভগবান আমাকে কিছু প্রতিভা দিন।"
আরও পড়ুন- ৬ এপ্রিল বৃষে গমন করবেন শুক্র; ৪ রাশির জন্য আসতে চলেছে কঠিন সময়, আর্থিক ক্ষতির সম্ভাবনা!
তৃতীয় প্রশ্নের উত্তরে আবার ফিরে এসেছেন আমির খান। সেখানে ‘পিকে’ ছবির গান ব্যবহার করে পরীক্ষার্থী লিখেছেন ‘ভগবান হ্যায় কাহাঁ রে তু...’
এমন খাতা হাতে পাওয়ার অভিজ্ঞতা বোধহয় সমস্ত রাজ্যের শিক্ষক-পরীক্ষকেরই রয়েছে। তবে এমন খাতা হাতে পেলে তাঁরা বিরক্তই হন। লাল কালির কলম দিয়ে কেটে দেন সব উত্তর। আর সেখানেই ব্যতিক্রম এই ভাইরাল হওয়া খাতার পরীক্ষক। প্রশ্নের উত্তর শেষ হয়ে গিয়েছে বলে খানিক যেন ব্যথিত তিনি। একেবারে শেষে লাল কালিতে তিনি লিখেছেন, ‘আরও উত্তর (গান) লেখা উচিত ছিল। আইডিয়াটা ভাল, কিন্তু কাজ হল না।’
আর এরপরেই শিক্ষকের ঠান্ডা মাথার প্রশংসা করতে শুরু করেছেন নেট-নাগরিকরা। cu_memes_cuians নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি।
মাত্র তিন দিনে প্রায় ৭ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। লাইক করেছেন ২২ হাজারের মতো নেট-নাগরিক। তবে শুধু শিক্ষকের প্রশংসা নয়, কেউ কেউ আবার কমেন্টে ‘হাতের লেখাটা ভাল’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ‘ফাঁকিবাজ’ পরীক্ষার্থীকেও।