ভারতীয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। সেই কারণে রাশিফল দেখার সময় জ্যোতিষীরা প্রথমে চন্দ্রের অবস্থান দেখেন। ব্যক্তির স্বভাব শুধুমাত্র চন্দ্রের অবস্থান দ্বারা নির্ধারিত হয়। অন্য দিকে, জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে তখন চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগের সময়কে সূতক বলা হয়। সূতকের সময় কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে রাত ৮টা বেজে ৪৫ মিনিটে মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত ১টায়।
মীন রাশি: বছরের প্রথম চন্দ্রগ্রহণ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। কর্মজীবনে আরও অগ্রগতি হবে, পার্টনারশিপে নতুন কিছু শুরু করতে পারলে সুফল পাবেন এঁরা। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)