Shukra Gochar 2023: ৬ এপ্রিল বৃষে গমন করবেন শুক্র; ৪ রাশির জন্য আসতে চলেছে কঠিন সময়, আর্থিক ক্ষতির সম্ভাবনা!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shukra Gochar 2023: সুখ-সমৃদ্ধির গ্রহ শুক্রের রাশিচক্রের বদল ঘটবে বৃহস্পতিবার অর্থাৎ ৬ এপ্রিল। ওই দিন সকাল ১১টা ১০ মিনিটে শুক্র বৃষ রাশিতে গমন করবেন। থাকবেন ২ মে দুপুর ২ টো পর্যন্ত। তারপর মিথুন রাশিতে প্রবেশ করবেন শুক্র।
advertisement
advertisement
মিথুন: বৃষ রাশিতে শুক্রের গমনের কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে। বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমেও সতর্ক থাকতে হবে। সঙ্গীর প্রতি ধৈর্য হারালে চলবে না। এই সময় পারিবারিক সুখ, শান্তিও বিঘ্নিত হতে পারে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। তবে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা।
advertisement
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের টাকাপয়সার টানাটানির সম্ভাবনা প্রবল। অর্থের অভাবে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদেরও একমাস সাবধানে থাকতে হবে। বড় বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভাল। শুক্রের গমনের কারণে জাতক এবং তাঁর স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই পরিস্থিতিতে যথোপযুক্ত খাবার এবং ঋতু পরিবর্তন হেতু স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত।
advertisement
ধনু: এই সময়ে ধনু রাশির জাতক-জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে টানাপোড়েন চলতে পারে। বিশেষ করে অর্থনৈতিক এবং প্রেমে প্রভাব পড়ার সম্ভাবনা। ঋণ নেওয়া থাকলে বা নতুন ঋণ নিলে মাথাব্যথার কারণ হতে পারে। প্রেমে হতাশা গ্রাস করার সম্ভাবনা, ব্রেকআপও হতে পারে। দাম্পত্যে তর্কবিতর্কের পরিস্থিতি থেকে টানাপোড়েন বাড়তে পারে। এই সময়ে প্রতিটি সম্পর্কেই শান্তি এবং সংযম প্রয়োজন।
advertisement
মীন: শুক্রের রাশি পরিবর্তন মীন রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চাকরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি জরুরি। নতুন কাজের কথা এখন না ভাবাই ভাল, কারণ এটা সমস্যা তৈরি করতে পারে। চাকরি পরিবর্তনের জন্য এটা উপযুক্ত সময় নয়। পরিবারে বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। কথাবার্তা ও আচরণে সংযম বজায় রাখতে হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)