ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।
advertisement
৭৮৫টি সিম কার্ড! নাম এক, কিন্তু পরিচয় আলাদা! কলকাতার দেবলীনা যা কাণ্ড ঘটাল, গোটা দেশ পুরো থ…!
মেকআপেও ছিল আকর্ষণীয় শৈলী—লাল লিপস্টিক, উইংড আইলাইনার এবং জুঁই ফুলে সাজানো চুলে নজর কেড়েছেন তিনি। ভিডিওতে নিজের বাইসেপ ফ্লন্ট করতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লিখেছেন, “মাইন্ডসেট ইজ এভরিথিং” (মনোভাবই আসল)।
ধুলো পড়ে ‘বেহাল’ সিলিং ফ্যান? ‘মই’ ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন…ঝড়ের মতো হাওয়া পাবেন!
ওয়েটিং ‘টিকিট’? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে…জেনে নিন!
এই ভিডিওটি ইতিমধ্যেই ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ইনস্টাগ্রামে চিত্রার ১.৩৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তিনি বহু বিউটি পেজেন্টে অংশ নিয়ে ‘মিস ইন্ডিয়া ফিটনেস’, ‘মিস ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’ এবং ‘মিস কর্ণাটকা’-সহ একাধিক খেতাব জয় করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিত্রা পুরুষোত্তম তাঁর দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।