TRENDING:

Family Crime News: 'গেট টুগেদারের' আছিলায় স্ত্রী-শাশুড়িকে ডেকে চরম সিদ্ধান্ত ব্যক্তির! লেবু বাগানে দে*হ পুঁ*তে লাগানো হল কলা গাছ....

Last Updated:

Family Crime News: ওডিশার ময়ূরভঞ্জে স্ত্রী ও শাশুড়িকে বাড়িতে ডেকে পাথর দিয়ে হত্যা করল দেবাশীষ পাত্র। পরে লাশ দুটি লেবু বাগানে পুঁতে তার উপর কলাগাছ লাগিয়ে দিল। গ্রামজুড়ে নেমে এসেছে স্তব্ধতা...জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়ূরভঞ্জ: ১২ জুলাইয়ের এক সন্ধ্যা। দেবাশীষ পাত্র একদিন আচমকাই ফোন করল তার শাশুড়িকে। কথায় মিশে ছিল ভদ্রতা, আশ্বাস, অনুশোচনার সুর—”আর ঝগড়া নয়, এবার মিলেই থাকব, সোনালীকে ফিরিয়ে আনো।” স্ত্রী সোনালী দালালের সঙ্গে দীর্ঘদিনের বিবাহবিচ্ছেদের দ্বন্দ্ব এবার বুঝি মিটবে, এমনটাই ভাবলেন তার মা সুমতি দালাল।
'গেট টুগেদারের' আছিলায় স্ত্রী-শাশুড়িকে ডেকে চরম সিদ্ধান্ত ব্যক্তির! লেবু বাগানে দে*হ পুঁ*তে লাগানো হল কলা গাছ....AI Image
'গেট টুগেদারের' আছিলায় স্ত্রী-শাশুড়িকে ডেকে চরম সিদ্ধান্ত ব্যক্তির! লেবু বাগানে দে*হ পুঁ*তে লাগানো হল কলা গাছ....AI Image
advertisement

মা-মেয়ে রওনা দিলেন দেবাশীষের বাড়ির দিকে, একটি নতুন সূচনার প্রত্যাশায়। বাড়িতে পৌঁছনোর পরও দেবাশীষের ব্যবহার ছিল শান্ত, সংযত, যেন পুরনো ক্ষত মুছে নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। কেউ জানত না, সেই বাড়ির দেওয়ালের মাঝে, বাগানের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক পরিকল্পনা।

আরও পড়ুন: ভারতে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মদ ওল্ড মঙ্ক! ট্যাক্সে ফাঁকি প্রায় ২০ বছর..! বকেয়া লাখ লাখ টাকা…

advertisement

দিন কেটে গেল, রাত নামল। ১৯ জুলাইয়ের সেই রাতটি নীরব ছিল, বাইরে বৃষ্টি পড়ছিল টুপটাপ। সবাই ঘুমিয়ে, কিন্তু দেবাশীষের মনে তখন চলছিল ঝড়। পুরনো কলহ আর নতুন প্রত্যাবর্তনের অজুহাতে চাপা রাগ যেন আগুনের মতো জ্বলে উঠল। সেই আগুনেই সে পাথর তুলে নিল হাতে। স্ত্রী সোনালী এবং শাশুড়ি সুমতি—দু’জনকেই ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে থেঁতলে হত্যা করল।

advertisement

কিন্তু এখানেই শেষ নয়। রাতের অন্ধকার ও বর্ষার সুযোগে সে মৃতদেহ দুটি নিজের বাড়ির পেছনের লেবু বাগানে টেনে নিয়ে গেল। গর্ত খুঁড়ে পুঁতে দিল দু’টি নিথর দেহ। উপরে কলাগাছ লাগিয়ে দিল যাতে কেউ সন্দেহ না করে।

আরও পড়ুন: রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগর! হাওয়াইয়ের আকাশ থেকে ধরা পড়ল ভয়ঙ্কর সুনামি…দেখুন ভিডিও…

advertisement

পরদিন সকাল, দেবাশীষ যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে পুলিশের কাছে গিয়ে জানাল—স্ত্রী ও শাশুড়ি নিখোঁজ। বলল, তার সন্তানকে দিয়ে তারা ময়ূরভঞ্জ ছেড়ে চলে গিয়েছে। শ্বশুর বাড়ির লোকেদেরও সে একই গল্প শোনাল। কয়েকদিন সে সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনের নাটক চালিয়ে গেল।

কিন্তু একটি ঘটনা তার সাজানো দৃশ্যপটকে ধ্বংস করল। গ্রামবাসীদের কৌতূহল। তারা খেয়াল করলেন, বাড়ির পেছনের লেবু বাগানের মাটি সদ্য খোঁড়া। কলাগাছ হঠাৎ করে লাগানো হয়েছে। সন্দেহ বাড়ল, গুঞ্জন শুরু হল, আর অবশেষে পুলিশে খবর গেল।

advertisement

পুলিশ এসে দেবাশীষকে জেরা করে। কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে সে। জানিয়ে দেয় বাগানে মৃতদেহগুলির অবস্থান। যখন মাটি খোঁড়া হয়, তখন উদ্ধার হয় দুটি পচাগলা দেহ—সোনালী এবং সুমতির।

দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে, আর দেবাশীষ এখন পুলিশের হেফাজতে। তদন্ত চলছে এই জঘন্য হত্যাকাণ্ডের মূল কারণ জানতে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গ্রামজুড়ে এখন একটিই প্রশ্ন—কীভাবে একজন মানুষ এতটা হিংস্র হতে পারে? যে মানুষ সম্পর্ক মেরামতির আশ্বাস দেয়, সেই-ই কীভাবে এমন ভয়াবহ মৃত্যু টেনে আনতে পারে? বাগানের সতেজ কলাগাছ যেন এখন প্রতীক এক বিষাক্ত প্রতারণার, যেখানে গাছ নয়, গজিয়ে উঠেছিল এক ভয়ঙ্কর রাক্ষস।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Family Crime News: 'গেট টুগেদারের' আছিলায় স্ত্রী-শাশুড়িকে ডেকে চরম সিদ্ধান্ত ব্যক্তির! লেবু বাগানে দে*হ পুঁ*তে লাগানো হল কলা গাছ....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল