Old Monk Rum Company Sealed: ভারতে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মদ ওল্ড মঙ্ক! ট্যাক্সে ফাঁকি প্রায় ২০ বছর..! বকেয়া লাখ লাখ টাকা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Old Monk Rum Company Sealed: হিমাচল প্রদেশের সোলনে অবস্থিত ওল্ড মঙ্ক প্রস্তুতকারী সংস্থা মোহন মেকিন গত ২০ বছর ধরে প্রোপার্টি ট্যাক্স দেয়নি। ৫৭.৫০ লাখ টাকা বকেয়া কর আদায়ে পৌরসংস্থা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে কর না মেটালে খারাপ খবর পেতে পারেন মদ প্রেমীরা, বিস্তারিত জানুন...
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উল্লেখ্য, সোলন জেলার কসৌলিতে অবস্থিত এই বিখ্যাত অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার যাত্রা শুরু হয় ১৮৫৫ সালে ব্রিটিশ নাগরিক এডওয়ার্ড ডায়ারের মাধ্যমে। এটাই ছিল ভারতের প্রথম ইউরোপীয় স্টাইলের ব্রিউয়ারি। পরে, ১৯৬৯ সালে নরেন্দ্র নাথ মোহন এটি কিনে নেন এবং ১৯৮০ সালে সংস্থার নাম পরিবর্তন করে মোহন মেকিন লিমিটেড রাখা হয়।
advertisement
এই কোম্পানিই তৈরি করে ভারতের অন্যতম জনপ্রিয় অ্যালকোহল ব্র্যান্ড ‘Old Monk’ রাম। এছাড়াও ‘Golden Eagle’ বিয়ার, ‘Black Knight’, ‘Old Monk Legend Rum’, ‘Old Monk Deluxe Rum’, ‘Solan Gold Indian Single Malt Whisky’, ‘Old Monk 10000 Super Beer’, এবং ‘Old Monk The Original Premium Beer Can’-এর মতো বিভিন্ন ব্র্যান্ড তাদের লাইনআপে রয়েছে।
advertisement
ভারতে অ্যালকোহল শিল্পের অন্যতম দিকপাল হিসেবে পরিচিত এই সংস্থার কর ফাঁকি নিয়ে এখন বড়সড় বিতর্ক শুরু হয়েছে। যেখানে একদিকে কোটি কোটি টাকার লাভ, সেখানে দুই দশক ধরে কর না দেওয়ায় স্থানীয় প্রশাসন ক্ষুব্ধ। বিশেষ করে যেহেতু এই সংস্থাটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন, তাই কর না মেটানোর কারণে তার উপর প্রশাসনিক ব্যবস্থা বিশেষ নজর কেড়েছে।
advertisement