Tsunami Viral Video: রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগর! হাওয়াইয়ের আকাশ থেকে ধরা পড়ল ভয়ঙ্কর সুনামি...দেখুন ভিডিও...

Last Updated:

Tsunami Viral Video: রাশিয়ার ভূমিকম্পের ফলে হাওয়াই উপকূলে ধেয়ে আসা সুনামির ভয়ানক দৃশ্য বিমানের ভিতর থেকে ক্যামেরাবন্দি করেছেন যাত্রীরা। ভাইরাল ভিডিওতে বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়তে দেখা যায়, যা গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে...দেখুন সেই ভিডিও...

রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগর! হাওয়াইয়ের আকাশ থেকে ধরা পড়ল ভয়ঙ্কর সুনামি...দেখুন ভিডিও...image - (Screengrab via X)
রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগর! হাওয়াইয়ের আকাশ থেকে ধরা পড়ল ভয়ঙ্কর সুনামি...দেখুন ভিডিও...image - (Screengrab via X)
হাওয়াই: একটি ভয়ঙ্কর ভিডিও বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা হাওয়াইয়ের আকাশে উড়ন্ত একটি বিমানের ভেতর থেকে রেকর্ড করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, কীভাবে সুনামির বিশাল ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসছে।
যাত্রীদের চোখের সামনে, সমুদ্রের দিক থেকে দানবীয় ঢেউ উপকূলে আছড়ে পড়ে। বিমানের জানলা দিয়ে উপরের দিক থেকে সমুদ্রের দৃশ্য রেকর্ড করা হয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পানির গতিবেগ কতটা ভয়ংকর। ভিডিওটি এক্স (সাবেক টুইটার)–এ ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে।
advertisement
advertisement
এই ভিডিওটি “Goboovi” নামে এক্স হ্যান্ডলে শেয়ার করা হয় ৩০ জুলাই ২০২৫ তারিখে, যেখানে লেখা হয় — “হাওয়াই সুনামি বিমানের ভিতর থেকে ক্যামেরাবন্দি।” তবে News18 বাংলা এই ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এই ভয়ঙ্কর সুনামির কারণ ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে বুধবার সকালে হওয়া ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। কম্পনের গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার এবং এটি সাম্প্রতিক বছরের অন্যতম শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি।
advertisement
এই ঘটনার পরপরই, মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াই, আলাস্কা, জাপান, গুয়াম এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে।
আধিকারিকদের মতে, প্রায় ১০ ফুট (৩ মিটার) উঁচু ঢেউ হাওয়াই সহ একাধিক অঞ্চলে আছড়ে পড়তে পারে। প্রথম ঢেউ সন্ধ্যা ৭টা নাগাদ পৌঁছানোর সম্ভাবনা ছিল।
advertisement
হোনোলুলু শহরে বিকেলের ট্র্যাফিক আওয়ারে সুনামি সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। রাস্তাগুলি গাড়িতে ভরে যায়, এবং বাসিন্দারা দ্রুত উঁচু এলাকায় সরে যেতে থাকেন। রাজ্য সরকার সমস্ত স্কুলের সন্ধ্যার পরের ক্লাস ও কার্যক্রম বাতিল করে।
advertisement
জাপানে, ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও, উপকূলবর্তী এলাকাগুলোর প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়।
রাশিয়ায় এই ভূমিকম্প পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে বাড়িঘরের ক্ষতি, বিদ্যুৎ বিভ্রাট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হওয়ার কারণ হয়। এখানেও ৬.৯ মাত্রার মতো শক্তিশালী আফটারশক অনুভূত হয়। ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, এটি ১৯৫২ সালের পর কামচাটকা অঞ্চলে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Tsunami Viral Video: রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগর! হাওয়াইয়ের আকাশ থেকে ধরা পড়ল ভয়ঙ্কর সুনামি...দেখুন ভিডিও...
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement