সমস্ত ভবন পিপাসুদের জন্য সুখবর। কারণ আইআরসিটিসি ইস্ট জোনের তরফ থেকে চালু করা হচ্ছে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। ১১ দিন ও ১২ রাত্রি সময়সীমার ট্যুরিজম প্যাকেজের মধ্যে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, এবং স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুনঃ মাথায় ঘোমটা, উন্মুক্ত স্তন-নাভি, উরফি জাভেদের নয়া ছবিতে কাঁপছে নেটদুনিয়া
advertisement
কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি রওনা দেবে ৬ নভেম্বর। খরচ থাকছে মধ্যবিত্তের নাগালের মধ্যেই। এই ট্যুরের মাথাপিছু খরচ ২২,০১০ টাকা স্ট্যান্ডার্ড ক্লাস স্লিপারের জন্য। এবং ৩৩,০২০ টাকা ইনকমফোর্ট ক্লাস থার্ড এসির জন্য। এই প্যাকেজের মূল্যর মধ্যে ট্রেন ভাড়া, হোটেলের রাত্রি নিবাসের ব্যবস্থা, নিরামিষ আহার, বাসে করে দর্শনীয় স্থানে ভ্রমণ, ট্যুর ম্যানেজার, ভ্রমণ বিমা ও জিএসটি।
কী ভাবে বুকিং করবেন?
প্যাকেজ বুকিং করা যাবে সরাসরি আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখা অফিসে। ঠিকানা, ৩ নম্বর কয়লাঘাটা স্ট্রীট, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা ৭০০০১। অথবা আইআরসিটিসি ওয়েবসাইটে। ওয়েবসাইট হল www.Irctctourism.com । বিশদে বিবরণ জানতে যোগাযোগ করবেন ৮৫৯৫৯০৪০৭৩/৭৫ অথবা ৮৫৯৫৯৩৮০৬৭ নম্বরে। এই ট্রেনের ভ্রমণ পরিষেবা সম্পর্কে সমস্ত তথ্য আইআরসিটিসি'র সাইটে উল্লিখিত।
রাহী হালদার