Urfi Javed|| ঘোমটায় ঢাকা মাথা! উন্মুক্ত স্তন-নাভি, উরফি জাভেদের নয়া ছবিতে কাঁপছে নেটদুনিয়া

Last Updated:
Urfi Javed goes braless, viral photos: বলিউডের নায়িকা ভাইরাল তাঁর সাহসী পোশাকের জন্য। প্রায় রোজ নানা পোশাকে তাঁকে দেখা যায় মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে। তবে এ বার উরফি সব সীমা পার করে ফেলেছেন।
1/10
*উরফি জাভেদ। যার নামের সঙ্গে বিতর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এ বারে ফের অদ্ভুত পোশাকে তাক লাগালেন উরফি। মাথায় ঘোমটা, উন্মুক্ত স্তন-নাভি, ব্রা-লেস উরফি জাভেদকে দেখে হতবাক নেটিজেনরা। (Photo: Instagram)
*উরফি জাভেদ। যার নামের সঙ্গে বিতর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এ বারে ফের অদ্ভুত পোশাকে তাক লাগালেন উরফি। মাথায় ঘোমটা, উন্মুক্ত স্তন-নাভি, ব্রা-লেস উরফি জাভেদকে দেখে হতবাক নেটিজেনরা। (Photo: Instagram)
advertisement
2/10
*বলিউডের নায়িকা ভাইরাল তাঁর সাহসী পোশাকের জন্য। প্রায় রোজ নানা পোশাকে তাঁকে দেখা যায় মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে। তবে এ বার উরফি সব সীমা পার করে ফেলেছেন। (Photo: Instagram)
*বলিউডের নায়িকা ভাইরাল তাঁর সাহসী পোশাকের জন্য। প্রায় রোজ নানা পোশাকে তাঁকে দেখা যায় মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে। তবে এ বার উরফি সব সীমা পার করে ফেলেছেন। (Photo: Instagram)
advertisement
3/10
*উরফির ফ্যাশন নিয়ে বিতর্ক, চর্চা কোনওটাই কম নয়। এ বারে ফের ভাইরাল উরফি। তবে অন্যান্য সময়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিলেও, এ দিন মেজাজ হারিয়ে ফেলেন তিনি।  (Photo: Instagram)
*উরফির ফ্যাশন নিয়ে বিতর্ক, চর্চা কোনওটাই কম নয়। এ বারে ফের ভাইরাল উরফি। তবে অন্যান্য সময়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিলেও, এ দিন মেজাজ হারিয়ে ফেলেন তিনি।  (Photo: Instagram)
advertisement
4/10
*উরফি যে পোশাক পরেন তাতে শরীরের বেশির ভাগটাই দেখা যায়। পুরনো কাপড় এদিক-ওদিক থেকে কেটে কুটে অদ্ভুত পোশাক পরেন। কখনও প্লাস্টিক, কখনও ফুল, কখনও কাচ দিয়ে নিজের শরীর ঢেকে নেন উরফি। (Photo: Instagram)
*উরফি যে পোশাক পরেন তাতে শরীরের বেশির ভাগটাই দেখা যায়। পুরনো কাপড় এদিক-ওদিক থেকে কেটে কুটে অদ্ভুত পোশাক পরেন। কখনও প্লাস্টিক, কখনও ফুল, কখনও কাচ দিয়ে নিজের শরীর ঢেকে নেন উরফি। (Photo: Instagram)
advertisement
5/10
*এ বারে মাথায় ঘোমটা, উন্মুক্ত স্তন-নাভি, ব্রা-লেস উরফি জাভেদকে দেখে হতবাক নেটিজেনরা। (Photo: Instagram)
*এ বারে মাথায় ঘোমটা, উন্মুক্ত স্তন-নাভি, ব্রা-লেস উরফি জাভেদকে দেখে হতবাক নেটিজেনরা। (Photo: Instagram)
advertisement
6/10
*উরফির খোলামেলা পোশাক নিয়ে কোনও মন্তব্য করা যাবে না-স্পষ্টভাবে বলে দিয়েছেন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। পাপারাৎজিদের সতর্ক করে তিনি বলেন, ‘পোশাক নিয়ে পরামর্শ দিতে হলে মা-বোন’কে গিয়ে দিন। আমার জামাকাপড় নিয়ে কমেন্ট করবেন না'।  (Photo: Instagram)
*উরফির খোলামেলা পোশাক নিয়ে কোনও মন্তব্য করা যাবে না-স্পষ্টভাবে বলে দিয়েছেন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। পাপারাৎজিদের সতর্ক করে তিনি বলেন, ‘পোশাক নিয়ে পরামর্শ দিতে হলে মা-বোন’কে গিয়ে দিন। আমার জামাকাপড় নিয়ে কমেন্ট করবেন না'।  (Photo: Instagram)
advertisement
7/10
*পাপারাৎজিদের সঙ্গে এমনিতে দারুণ খাতির উরফি। তবে ঝলক দিখলা জা-র লঞ্চ ইভেন্টে উরফির পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন এক চিত্র সাংবাদিক। সেই ভিডিও সম্প্রতি চোখে পড়ে উরফির। সেই ভিডিও প্রমাণ হাতে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন বিগ বস ওটিটি খ্যাত এই তারকা।  (Photo: Instagram)
*পাপারাৎজিদের সঙ্গে এমনিতে দারুণ খাতির উরফি। তবে ঝলক দিখলা জা-র লঞ্চ ইভেন্টে উরফির পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন এক চিত্র সাংবাদিক। সেই ভিডিও সম্প্রতি চোখে পড়ে উরফির। সেই ভিডিও প্রমাণ হাতে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন বিগ বস ওটিটি খ্যাত এই তারকা।  (Photo: Instagram)
advertisement
8/10
*জানা গিয়েছে, বারবার সেই ভিডিও চালিয়ে জানতে চান- ‘এই কন্ঠস্বর কার?’ ওই ভিডিওতে সাফ শোনা গিয়েছে এক চিত্র সাংবাদিক বলছে- ‘আজ একটু শালীন পোশাক পরে এসেছে উরফি’।  (Photo: Instagram)
*জানা গিয়েছে, বারবার সেই ভিডিও চালিয়ে জানতে চান- ‘এই কন্ঠস্বর কার?’ ওই ভিডিওতে সাফ শোনা গিয়েছে এক চিত্র সাংবাদিক বলছে- ‘আজ একটু শালীন পোশাক পরে এসেছে উরফি’।  (Photo: Instagram)
advertisement
9/10
*তবে এ দিনের প্রমোশ্যানাল ইভেন্টেও বোল্ড পোশাকে ফ্রেমবন্দি হন উরফি। উরফি এ দিন পরেছিলেন জলপাই রঙের খাটো ঝুলের পোশাক। ঊর্ধ্বাঙ্গ প্রায় খোলাই ছিল।  (Photo: Instagram)
*তবে এ দিনের প্রমোশ্যানাল ইভেন্টেও বোল্ড পোশাকে ফ্রেমবন্দি হন উরফি। উরফি এ দিন পরেছিলেন জলপাই রঙের খাটো ঝুলের পোশাক। ঊর্ধ্বাঙ্গ প্রায় খোলাই ছিল।  (Photo: Instagram)
advertisement
10/10
*ছবিতে দেখা গিয়েছে, পিঠ পুরোটাই খোলা, এক টুকরো কাপড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল বক্ষবিভাজিকা। তা নিয়েই তোলপাড় হয় নেটদুনিয়া।  (Photo: Instagram)
*ছবিতে দেখা গিয়েছে, পিঠ পুরোটাই খোলা, এক টুকরো কাপড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল বক্ষবিভাজিকা। তা নিয়েই তোলপাড় হয় নেটদুনিয়া।  (Photo: Instagram)
advertisement
advertisement
advertisement