ফ্লাইটের টিকিট কাটা কমপ্লিট । ব্যাগ গোছানোর কাজও শেষ। চাকদহর দশভূজা এবার পাড়ি দিচ্ছে বাহারিন। মায়ের এখন বিদেশ সফরের তোড়জোড় তুঙ্গে। শিল্পী অনুপ গোস্বামীর দশভূজা তৈরি হচ্ছে বিদেশ সফরের জন্য।
আরও পড়ুন: ঐতিহ্য বজায় রেখে 'পুজোর থালি' সাজাবেন কীভাবে? জেনে নিন
মায়ের এবার বিদেশ সফর। চাকদহ থেকে প্লেনে করে বাহারিন।
advertisement
প্রায় দুমাসের রাতদিনের পরিশ্রম। দেবী দশভূজার সাজগোজ রেডি। ফ্লাইটের টিকিও কাটা। রওনা হওয়ার অপেক্ষায় দিন গুনছে চাকদহর দশভূজা।
আরও পড়ুন: পুজোয় নতুন করে আলো দিয়ে সেজে উঠুক আপনার সাধের ঘরখানাও! রইল ফাটাফাটি ৫ উপায়
ছোটবেলা থেকেই ঠাকুর গড়ার শখ শিল্পী অনুপবাবুর । তারজন্য বাবার কাছে বকুনিও খেতে হয়েছে বিস্তর। বাড়ি ছাড়তেও হয়েছে তাঁকে। তবু প্রতিমার পাশেই থেকেছেন শিল্পী অনুপ বিশ্বাস।
শিল্পী অনুপ বিশ্বাসের তৈরি ফাইবারের প্রতিমা এর আগেও পাড়ি দিয়েছে ফিজি, অস্ট্রেলিয়া। এবার মায়ের বাহারিন সফর।
প্রসঙ্গত, করোনা অতিমারীর প্রকোপে ২০২০-তে পুজো হয়েছিল ভার্চুয়াল। ২০২১-এ ধীরে ধীরে মানুষ মন্ডপমুখী হয়েছিলেন। তবে মাস্ক পরেই চলেছিল ঠাকুর দেখা। হলের ভেতরে একসঙ্গে বেশী মানুষ থাকা চলবে না, ইত্যাদি। তবে এবারের দুর্গা পুজো কোভিডের পর প্রথমবার হতে চলেছে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই। অপেক্ষায় বাহরিনে বসবাসকারি বাঙালিরাও।